টেরিটোরি সেলস অফিসার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যমুনা গ্রুপ। অভিজ্ঞতা ছাড়াই আবেদনের সুযোগ পাবেন প্রার্থীরা। বিস্তারিত :
যোগ্যতা
সরকার কর্তৃক অনুমোদিত যেকোনো বিশ্ববিদ্যলয় থেকে ন্যূনতম স্নাতকধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের জন্য কোনো অভিজ্ঞতার প্রয়োজন হবে না। পদটিতে বাংলাদেশের যেকোনো জেলায় নিয়োগ দেওয়া হতে পারে।
আবেদন প্রক্রিয়া
পদটিতে আবেদনের জন্য জীবনবৃত্তান্ত পাঠানো যাবে ‘মহাব্যবস্থাপক (প্রশাসন ও মানবসম্পদ), যমুনা গ্রুপ, যমুনা ফিউচার পার্ক, ক-২৪৪, কুড়িল, প্রগতি সরণি, বারিধারা, ঢাকা-১২২৯’ ঠিকানায়। এ ছাড়া আবেদনপত্র ই-মেইল করা যাবে career@jamunagroup-bd.com ঠিকানায়। আবেদনের শেষ তারিখ ২২ জুন-২০১৬।
সূত্র : বিডিজবস ডটকম
ভালো লাগলে অবশ্যই লাইক,শেয়ার ও কমেন্ট করে পাশে থাকুন। ঘুরে আসতে পারেন। www.facebook.fom/sobkichu24 www.free.facebook.com/sobkichu24
যোগ্যতা
সরকার কর্তৃক অনুমোদিত যেকোনো বিশ্ববিদ্যলয় থেকে ন্যূনতম স্নাতকধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের জন্য কোনো অভিজ্ঞতার প্রয়োজন হবে না। পদটিতে বাংলাদেশের যেকোনো জেলায় নিয়োগ দেওয়া হতে পারে।
আবেদন প্রক্রিয়া
পদটিতে আবেদনের জন্য জীবনবৃত্তান্ত পাঠানো যাবে ‘মহাব্যবস্থাপক (প্রশাসন ও মানবসম্পদ), যমুনা গ্রুপ, যমুনা ফিউচার পার্ক, ক-২৪৪, কুড়িল, প্রগতি সরণি, বারিধারা, ঢাকা-১২২৯’ ঠিকানায়। এ ছাড়া আবেদনপত্র ই-মেইল করা যাবে career@jamunagroup-bd.com ঠিকানায়। আবেদনের শেষ তারিখ ২২ জুন-২০১৬।
সূত্র : বিডিজবস ডটকম
ভালো লাগলে অবশ্যই লাইক,শেয়ার ও কমেন্ট করে পাশে থাকুন। ঘুরে আসতে পারেন। www.facebook.fom/sobkichu24 www.free.facebook.com/sobkichu24