যে ৭টি কাজ করার আগে বিয়ে করা মোটেও উচিত নয়

জন্ম ও মৃত্যুকে বাদ দিলে আমাদের মানব জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে বিয়ে। আজকাল ডিভোর্সের হার আশঙ্কাজনক জনক হারে বেড়ে গেলেও বিয়ে আসলে এমন কোন বিষয় নয় যে চাইলেই ভেঙে ফেলা সম্ভব। বরং একটি বিয়ে ভাঙা বিয়ে করার চাইতেও অনেক বেশি কঠিন একটি কাজ। আর তাই, বিয়ে করার আগে চতুর্দিকে সবকিছু ভালমত ভেবেচিন্তে তবেই করা উচিত। মনে রাখবেন, বিয়ের ক্ষেত্রে সময় খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সঠিক সময়ে বিয়ে করলে আপনার জীবনটি যেমন হয়ে উঠবে আরও সুন্দর, ঠিক একইভাবে ভুল সময়ে বিয়ে ডেকে আনবে সর্বনাশ।
আজ জেনে নিন, জীবনে কোন কাজগুলো করার আগে বিয়ে করাটা একেবারেই উচিত হবে না।
১) অতীতের সাথে সম্পর্ক পুরোপুরি ছেদ করার আগে
অতীত সকলেরই আছে। কিন্তু অতীত সম্পর্কের সকল চিহ্ন নিজের জীবন ও মন থেকে না মুছে বিয়ে করতে যাওয়াটা বোকামি। বিয়ে করলে ভুলে যাব- এই ধরণের মনোভাব রাখাটাও ঠিক নয় আসলে।
২) কারো চাপে নয়, একদম নিজের ইচ্ছা মানসিকভাবে প্রস্তুত হবার আগে
আমাদের সমাজে বিয়ে করার জন্য একটা পারিবারিক চাপ দেয়া হয় সব সময়েই। অনেক ক্ষেত্রে তো রীতিমত ইমোশনাল ব্ল্যাক মেইল করা হয়। এমনকি প্রেমিক-প্রেমিকারাও চাপ প্রয়োগ করেন বিয়ে করার জন্য। তবে পরিস্থিতি যাই হোক না কেন, বিয়ে তখনই করবেন যখন আপনার মন বলবে।
৩) লেখাপড়া শেষ না করে
লেখাপড়া শেষ না করে বিয়ে করার কথা ভাববেনও না আজকালকার আধুনিক জীবনে। পরিণত বয়সের জন্য অপেক্ষা করুন।
৪) আর্থিক ভাবে স্বাবলম্বী হবার আগে
আপনি নারী হোন বা পুরুষ, বিয়ের আগে নিজের ক্যারিয়ারটা অবশ্যই গড়ে নেবেন। এতে জীবনটা অনেক বেশি সুন্দর হবে।
৫) প্রেমের সম্পর্কে মানুষটিকে ভালো মত জেনে-বুঝে নেয়ার আগে
প্রেম করছেন? খুব ভালো কথা, করুন। তবে মানুষটিকে একদম ভালো করে জেনে ও বুঝে ওঠার আগে বিয়ের সিদ্ধান্ত নেবেন না মোটেও।
৬) পরিবার সম্পর্কে খুব ভালো করে খোঁজ খবর না নিয়ে
বিয়ে প্রেমের হোক বা পারিবারিক, পরিবার ও পরিবারের মানুষদের সম্পর্কে খুব ভালোমত খোঁজ নিন।
৭) সংসারের জন্য যথেষ্ট সঞ্চয় না করে
নতুন জীবন গড়তে গেলে অর্থের প্রয়োজন অবশ্যই আছে। এবং সেটা বেশ ভারী একটা অংক। আর তাই, পর্যাপ্ত পরিমাণ সঞ্চয় না করে বিয়ে করতে যাবেন না।
ভালো লাগলে অবশ্যই লাইক,শেয়ার ও কমেন্ট করে পাশে থাকুন। ঘুরে আসতে পারেন। www.facebook.fom/sobkichu24 www.free.facebook.com/sobkichu24

Share this

Related Posts

Previous
Next Post »