কাপ্তাইয়ে ওলামালীগ নেতা আটক

ওলামালীগ কেন্দ্রীয় এক নেতাকে দবিাগত গভীর রাতে আটক করে কাপ্তাই থানা পুলিশ। ওই ব্যক্তি চট্টগ্রাম মেট্রোপলিটন আদালতের ওয়ারেন্টভুক্ত আসামী।
সংশি¬ষ্ট সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কাপ্তাই থানার এস আই কামালের নেতৃত্বে ওইদিন গভীর রাতে শিল্প এলাকার বাসা থেকে হাফেজ ক্বারী মোঃ আবদুল খালেক ছানুবী প্রকাশ ফাইল হুজুরকে আটক করা হয়। সে চট্টগ্রাম মেট্রোপলিটন আদালতের সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামী এবং তিনি নিজেকে কেন্দ্রীয় ওলামালীগের যুগ্ম সম্পাদক পরিচয় দেন বলে থানা সুত্রে জানা গেছে। গতকাল শনিবার তাকে রাঙামাটি জেল হাজতে প্রেরন করা হয়েছে।
প্রসংগত, হাফেজ ক্বারী মোঃ আবদুল খালেক ছানুবীর প্রকাশ ফাইল হুজুর বিরুদ্ধে ব্যাপক আর্থিক প্রতারনার অভিযোগ রয়েছে। নিজেকে ওলামালীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক পরিচয় দিয়ে স্থানীয় নিরীহ জনসাধারণকে চাকরি দেওয়া সহ নানা রকম সুযোগ সৃষ্টি করে দেওয়ার নামে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের মৃত শিক্ষক আলী আহাম্মদ নুরীর ছেলে শফিকুল ক্বদর জানান, তাকে চাকরি দিবে বলে তার পিতার জীবদ্দশায় প্রায় তিন বছর পুর্বে ছানুবী সাড়ে চার লাখ টাকা হাতিয়ে নেয়। এ পর্যন্ত ওই টাকা আর ফেরত দেয়নি। এ ধরনের আরো অনেক অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে।
ভালো লাগলে অবশ্যই লাইক,শেয়ার ও কমেন্ট করে পাশে থাকুন। ঘুরে আসতে পারেন। www.facebook.fom/sobkichu24 www.free.facebook.com/sobkichu24

Share this

Related Posts

Previous
Next Post »