বিয়েটা প্রেমের হোক কিংবা পারিবারিক, সঙ্গীকে কতটুকুই জানা হয় বলুন? অনেক জানাশোনার পরেও এমন কিছু বিষয় থেকে যায় যেগুলো জানা হয়ে ওঠে না। আপাতদৃষ্টিতে যেগুলোকে ছোটখাটো মনে হয়, বিয়ের পরে সেরকম অনেক কিছুই সৃষ্টি করে নানান রকমের সমস্যা। তখন মনে হয় যে বিষয়গুলো সম্পর্কে বিয়ের আগেই ভালোভাবে জেনে নেয়া উচিত ছিলো। জেনে নিন তেমনই কিছু বিষয় সম্পর্কে।
বদভ্যাস
বিয়ের আগে সঙ্গীর নাক ডাকার অভ্যাস সম্পর্কে কিছুই জানতেন না। কিন্তু বিয়ের পরে ঘুমানোই দায় হয়ে গিয়েছে। কিংবা আপনি বাতি নিভিয়ে ঘুমাতে ভালোবাসেন আর আপনার সঙ্গী বাতি জ্বালিয়ে, টিভি ছেড়ে ঘুমায়। আপনার সঙ্গীর এমন নানান রকমের বদভ্যাসের কারণে বিবাহিত জীবনে অশান্তি শুরু হতে পারে। তখন আপনার মনে হওয়াটাই স্বাভাবিক যে সঙ্গীর সম্পর্কে আরো ভালোভাবে জেনে নেয়া উচিত ছিলো।
বিয়ের আগে সঙ্গীর নাক ডাকার অভ্যাস সম্পর্কে কিছুই জানতেন না। কিন্তু বিয়ের পরে ঘুমানোই দায় হয়ে গিয়েছে। কিংবা আপনি বাতি নিভিয়ে ঘুমাতে ভালোবাসেন আর আপনার সঙ্গী বাতি জ্বালিয়ে, টিভি ছেড়ে ঘুমায়। আপনার সঙ্গীর এমন নানান রকমের বদভ্যাসের কারণে বিবাহিত জীবনে অশান্তি শুরু হতে পারে। তখন আপনার মনে হওয়াটাই স্বাভাবিক যে সঙ্গীর সম্পর্কে আরো ভালোভাবে জেনে নেয়া উচিত ছিলো।
পছন্দের অমিল
আপনি খুব সাধারণ পোশাক পছন্দ করলেও আপনার সঙ্গী একদম চকমকে পোশাক পছন্দ করেন। কিংবা আপনি উচ্চশব্দে গান শুনতেই পারেন না, আর আপনার সঙ্গী কম শব্দে গান শুনেন না। এমন বেশ কিছু ছোট খাটো ব্যাপারও দাম্পত্য সম্পর্কে অশান্তির কারণ হয়ে দাঁড়ায়। ফলে তখন মনে হয় যে ব্যাপার গুলো সম্পর্কে আগেই জেনে নেয়া উচিত ছিলো।
আপনি খুব সাধারণ পোশাক পছন্দ করলেও আপনার সঙ্গী একদম চকমকে পোশাক পছন্দ করেন। কিংবা আপনি উচ্চশব্দে গান শুনতেই পারেন না, আর আপনার সঙ্গী কম শব্দে গান শুনেন না। এমন বেশ কিছু ছোট খাটো ব্যাপারও দাম্পত্য সম্পর্কে অশান্তির কারণ হয়ে দাঁড়ায়। ফলে তখন মনে হয় যে ব্যাপার গুলো সম্পর্কে আগেই জেনে নেয়া উচিত ছিলো।
খাদ্যাভ্যাসের অমিল
আপনার আর আপনার সঙ্গীর খাদ্যাভ্যাসের অমিলও অনেক সময়ে সম্পর্কের টানাপোড়েনের কারণ হয়ে দাঁড়ায়। আপনি হয়তো ঝাল খান না কিন্তু আপনার সঙ্গী ঝাল ছাড়া খাবার খেতেই পারেন না। এমন অবস্থায় অনেকেই আফসোস করে থাকেন। বিষয়টি আগেই জেনে নেয়া উচিত ছিলো ভেবেই এই আফসোসটা করে থাকেন অধিকাংশ মানুষ।
আপনার আর আপনার সঙ্গীর খাদ্যাভ্যাসের অমিলও অনেক সময়ে সম্পর্কের টানাপোড়েনের কারণ হয়ে দাঁড়ায়। আপনি হয়তো ঝাল খান না কিন্তু আপনার সঙ্গী ঝাল ছাড়া খাবার খেতেই পারেন না। এমন অবস্থায় অনেকেই আফসোস করে থাকেন। বিষয়টি আগেই জেনে নেয়া উচিত ছিলো ভেবেই এই আফসোসটা করে থাকেন অধিকাংশ মানুষ।
পারিবারিক নানান দিক
আপনার পরিবারের যে ধরণের রীতিনীতি, আপনার শ্বশুরবাড়ির সাথে তার কিছুটা পার্থক্য থাকাটাই স্বাভাবিক। কিন্তু মাঝে মাঝে সামাজিক রীতিনীতির পার্থক্যটা অনেক বেশি হয়ে যায় এবং নানান রকমের সমস্যা দেখা দেয়। ফলে তখন অনেকেই বিষয়টি আগেই জেনে না নেয়ার কারণে আফসোস করে থাকেন।
আপনার পরিবারের যে ধরণের রীতিনীতি, আপনার শ্বশুরবাড়ির সাথে তার কিছুটা পার্থক্য থাকাটাই স্বাভাবিক। কিন্তু মাঝে মাঝে সামাজিক রীতিনীতির পার্থক্যটা অনেক বেশি হয়ে যায় এবং নানান রকমের সমস্যা দেখা দেয়। ফলে তখন অনেকেই বিষয়টি আগেই জেনে না নেয়ার কারণে আফসোস করে থাকেন।
ভবিষ্যত জীবনের পরিকল্পনা
আপনি হয়তো দেশেই থাকার পরিকল্পনা করে রেখেছেন অনেক আগে থেকেই। কিন্তু আপনার স্বামী/স্ত্রীর ইচ্ছা দেশের বাইরে জীবনযাপন করবেন। এমন পরিস্থিতিতে নানান রকমের মানসিক টানাপোড়েন হবেই। তখন আপনার মনে হতেই পারে যে কেন বিয়ের আগেই জেনে নেয়া হয়নি বিষয়টি।
ভালো লাগলে অবশ্যই লাইক,শেয়ার ও কমেন্ট করে পাশে থাকুন। ঘুরে আসতে পারেন। www.facebook.fom/sobkichu24 www.free.facebook.com/sobkichu24আপনি হয়তো দেশেই থাকার পরিকল্পনা করে রেখেছেন অনেক আগে থেকেই। কিন্তু আপনার স্বামী/স্ত্রীর ইচ্ছা দেশের বাইরে জীবনযাপন করবেন। এমন পরিস্থিতিতে নানান রকমের মানসিক টানাপোড়েন হবেই। তখন আপনার মনে হতেই পারে যে কেন বিয়ের আগেই জেনে নেয়া হয়নি বিষয়টি।