শত চেষ্টার পরও আপনার সম্পর্কের হারিয়ে যাওয়া মধুরতা ফিরে আসছে না যে ৬ টি কারণে

প্রেমের সম্পর্ক বা দাম্পত্যের সম্পর্ক যা-ই হোক না কেন, প্রতিটা মুহূর্ত মধুরতায় কাটে না। সম্পর্কে সমস্যা এবং টানাপোড়ন আসেই। কোনো বিষয়ে একমত হতে না পারা, কিছু প্রত্যাশা পূরণ না হওয়ার কষ্টে পড়ে দুজনের সম্পর্কের মধুরতা হারিয়ে যেতে থাকে ধীরে ধীরে। কিন্তু এই মধুরতা কিন্তু নিজেদের মধ্যে কথা বলেই ঠিক করে নেয়া সম্ভব। চেষ্টা করলে সব কিছুই সম্ভব। কিন্তু চেষ্টা করার পরও যদি সম্পর্কের হারিয়ে যাওয়া মধুরতা ফিরে না আসে তাহলে বুঝতে হবে, আপনাদের দুজনের মধ্যেই রয়েছে কিছু সমস্যা। এই সমস্যাগুলোর কারণেই চেষ্টা করার পরও আপনাদের সম্পর্কের হারিয়ে যাওয়া মধুরতা ফিরে আসছে না। তাই প্রথমে দূর করার চেষ্টা করুন এই সমস্যাগুলো।
১) অনেক বেশি মাত্রার প্রত্যাশা
সম্পর্কে থাকলে একেঅপরের কাছে কিছু আশা করবেন এটা খুবই স্বাভাবিক ব্যাপার। এবং আশা পূরণ না হলে সম্পর্কে একটু তিক্ততা আসবে তাও অনেক স্বাভাবিক। কিন্তু আশা পূরণের ক্ষেত্রে কিছু বিষয় কাজ করে। আপনাদের যদি অতিরিক্ত প্রত্যাশা থাকে সঙ্গীর কাছ থেকে তাহলে তা কখনোই পূরণীয় নয়। এবং এই অতিরিক্ত আশা করার বিষয়টিই আপনাদের সম্পর্কের মধুরতা ফিরিয়ে আনার পথের বাঁধা। তাই আশা করুন, কিন্তু তা যেনো অতিরিক্ত না হয়।
২) অর্থনৈতিক সমস্যা
প্রেম, ভালোবাসা অর্থ দিয়ে হয় না কথাটি ঠিক, কিন্তু অপরপক্ষে অর্থের অভাবে পড়লে প্রেম পালায় এই বিষয়টিও সঠিক। দুজনকে যখন জীবনযাপনের জন্য অমানুষিক পরিশ্রম করতে হয় তখন কিন্তু স্বাভাবিক ভাবেই প্রেম ভালোবাসা বিষয়টি চাপা পড়ে যায়। তাই এই অর্থনৈতিক সমস্যাটি মেটানোর পথ খোঁজার চেষ্টা করুন।
৩) শুধুমাত্র নিজের জন্য সময় বের করতে না পারা
দুজনকেই যদি প্রতিটা সময় একসাথে কাটাতে হয় অথবা একসাথে না কাটালেও একে অপরের কাজ করে দিয়ে নিজের জন্য আলাদা সময় বের না করা যায় তাহলে কিন্তু শত চেষ্টাতেও হারিয়ে যাওয়া মধুরতা সম্পর্কে ফিরে আসে না। সম্পর্কে মধুরতা আনতে নিজেরা আলাদা করে কিছু সময় ব্যয় করুন শুধুমাত্র নিজের জন্য।
৪) দুজনের একান্ত সময় না থাকা
দুজন সারাক্ষণ একসাথে থাকলেও যেমন সম্পর্কে মধুরতা থাকে না তেমনই দুজন একসাথে প্রয়োজনীয় সময় ব্যয় না করলেও অনেক চেষ্টার পরও সম্পর্কে মধুরতা ফিরে আসবে না। পরিবারের মধ্যে থাকুন আর আলাদা থাকুন, দুজনের একান্ত সময় ব্যয় করা কিন্তু জরুরী।
৫) সমস্যা থাকা সত্ত্বেও একেঅপরের বিষয়গুলোকে গুরুত্ব না দেয়া
দুজনেই জানেন আপনাদের মধ্যে সমস্যা চলছে এবং দুজনেই আঁচ করতে পারছেন সমস্যা একেঅপরের প্রতি গুরুত্ব না দেয়া নিয়ে। কিন্তু কাজের ব্যস্ততায় এবং জীবনের তাগিদে এই ব্যাপারটি গুরুত্ব দিচ্ছেন না, অন্যভাবে সমস্যা মেটাতে চাচ্ছেন, তাহলে কি সম্পর্কে মধুরতা ফিরে আসবে? মোটেই নয়। সুতরাং ব্যস্ততাটাকে একটু ছুটি দিয়ে সঙ্গীর কথা ভাবুন।
৬) কথা বলে সমস্যার সমাধান না করা
সমস্যা নিয়ে কথা বললেই সমস্যার সমাধান করা যায়। যদি দুজনেই ভেবে থাকেন অন্য দিকে মনোযোগ সরিয়ে নিয়ে নিলে সমস্যা আপনাআপনি সমাধান হবে এবং সম্পর্কে আগের মতোই মধুরতা ফিরে আসবে তাহলে তা ভুল ধারণা। তিক্ততা আসুক, তারপরও কথা বলে সমাধানের চেষ্টা করুন সমস্যা। ফিরিয়ে আনুন মধুরতা।

Share this

Related Posts

Previous
Next Post »