সিরিয়ায় মার্কিন জোটের বিমান হামলায় আবারো বেসামরিক মানুষ নিহত

সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন কথিত সামরিক জোটের বিমান হামলায় অন্তত ৩০ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো প্রদেশের মানবিজ শহরে এ হামলা চালানো হয়েছে।
মানবিজ শহরে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের অবস্থান লক্ষ্য করে এ হামলা চালানো হয় বলে দাবি করেছে মার্কিন সামরিক জোট। ব্রিটেনভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ খবর দিয়েছে। মানবিজ শহরটি রাজধানী দামেস্ক থেকে ৪৪৬ কিলোমিটার উত্তরে। সিরিয়ান অবজারভেটরি বলছে, নিহতদের মধ্যে ১১টি শিশু রয়েছে।
এর এক সপ্তাহ আগে মার্কিন হামলায় একই শহরে ১৫ জন নিহত হয়েছিল যার মধ্যে তিনটি শিশু ছিল। এছাড়া, গত ২১ মে মার্কিন বিমান হামলায় একই পরিবারের ১০ সদস্য নিহত হয়েছিল। তার আগে ১৬ মে আল-বুকামাল শহরে মার্কিন জোটের হামলায় তিন শিশু ও এক নারী নিহত হয়েছে।
২০১৪ সাল থেকে আমেরিকা ও তার মিত্ররা সিরিয়ায় দায়েশ সন্ত্রাসীদের ওপর বিমান হামলা চালাচ্ছে বলে দাবি করে আসছে। কিন্তু হামলার তেমন কোনো কার্যকারিতা আজ পর্যন্ত দেখা যায় নি।
সুত্রঃ এখন সময়।

ভালো লাগলে অবশ্যই লাইক,শেয়ার ও কমেন্ট করে পাশে থাকুন। ঘুরে আসতে পারেন। www.facebook.fom/sobkichu24 www.free.facebook.com/sobkichu24

Share this

Related Posts

Previous
Next Post »