সময় দ্রুত কেটে যায়। সময় কেটে যাওয়া মানেই হচ্ছে আমাদের বয়স বেড়ে যাওয়া। এটি মেনে নিতেই হবে যে বয়সকে আমরা ধরে রাখতে পারবো না। কিন্তু কিছুটা হলেও আমরা বয়সকে লুকাতে পারব। তাই আসুন জেনে নিই বয়স লুকানোর ১৭ টিপস_
- ১. সপ্তাহে তিন দিন রাতে ভালো মানের মধু খান ও চেহারায় মেখে ধুয়ে ফেলুন।
- ২. অবশ্যই নিয়মমাফিক পানি পান করুন।
- ৩. অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে চলুন।
- ৪. পছন্দের বা বিনোদনমূলক স্থানগুলো ভ্রমণ করুন।
- ৫. ছলনা করেন না। ভালোবাসায় ছলনা আপনাকে অচিরেই বুড়িয়ে দেবে।
- ৬. প্রেমিকা বা প্রেমিকের সঙ্গে বেশি সময় কাটান।
- ৭. নিজের চেয়ে বয়স বেশি, এমন মানুষের সঙ্গে সময় কাটান বেশি বেশি।
- ৮. ইতিবাচক চিন্তা করুন। নেতিবাচক চিন্তা চেহারায় বসয়ের ছাপ ফেলে।
- ৯. চোয়াল খানিক এলিয়ে থাকতে দিন। মুখের ভারিক্কি ভাব দূর হয়ে যাবে।
- ১০. শিরদাঁড়া সোজা রেখে দাঁড়িয়ে থাকার অভ্যাস করুন।
- ১১. সুযোগ পেলে নাচুন।
- ১২. বেশি বেশি মন খুলে হাসুন।
- ১৩. মন থেকে ভালোবাসুন বই, গাছ, আকাশ।
- ১৪. সবসময় উদ্যমী ও প্রাণবন্ত থাকুন।
- ১৫. নিয়ম করে ঘুমান।
- ১৬. বৃক্ষজাত খাবার বেশি খান।
- ১৭. মুটিয়ে যাবেন না কখনই। মুটিয়ে যাওয়া মানেই নিজেকে বয়সী করে তোলা।
ইনশাল্লাহ উপরের টিপস গুলো মেনে চললেই আপনি খুব সহজেই নিজের বেড়ে যাওয়া বয়সকে লুকাতে পারবেন।
ভালো লাগলে অবশ্যই লাইক,শেয়ার ও কমেন্ট করে পাশে থাকুন। ঘুরে আসতে পারেন। www.facebook.fom/sobkichu24 www.free.facebook.com/sobkichu24