যে ৫টি চিন্তা আপনাকে অনুপ্রেরণা যোগাবে

আমরা যেমন দৈনিক হাজার হাজার নেতিবাচক চিন্তা করি যা আমাদের হীনমন্যতায় ভোগায় , তেমনি আমরা কিছু চিন্তা সবসময় করতে পারি যা আমাদের জীবনে চলতে প্রে্রণা যোগাবে। উদ্বুদ্ধ করবে জীবনকে উপভোগ করতে এবং সাফল্যের শিখরে পৌঁছাতে। জেনে নিন যে চিন্তাগুলো আপনাকে অনুপ্রেরণা যোগাবে।
  • আপনি সৃষ্টিকর্তার অনন্য সৃষ্টি। আপনার চিন্তা, মনন, কার্যক্ষমতা, শারীরিক গঠন সবার চেয়ে আলাদা; যা অন্যের কখনও হবে না। আপনি যা করতে পারেন অন্যরা কখনও তা নিখুঁত ভাবে করতে পারবে না।
  • আপনার কোন কিছুই কম নয়। আপনি যা এবং যা কিছু এখন পর্যন্ত অর্জন করেছেন তা আপনার অর্জিত। কেউ আপনাকে কিছু করে দেয়নি। হয়ত ইট পাথরের অট্টালিকা নয় কিন্তু নিজের গড়া কুঁড়ে ঘর। সুতরাং আপনার কোন কিছু কারো থেকে কম নয়।
  • ব্যর্থতা থেকেও শেখা যায়। ব্যর্থতা মানেই সবকিছু শেষ নয়। ব্যর্থতার বিষয়টি উপলব্ধি এবং গভীর ভাবে পর্যালোচনা করলে ভুলের কারণগুলো জানতে পারবেন যা আপনার জন্য ভবিষ্যতের শিক্ষণীয় হয়ে থাকবে।
  • খারাপ সময়ের পরেই ভালো সময় আসে। মানুষের জীবন ভালো এবং খারাপ সময়ের মিশ্রণে বিদ্যমান। সৃষ্টিকর্তা দয়ার সাগর। তিনি ভালো বুঝেন আপনাকে কখন কি দেওয়া উচিত। নিশ্চিয় এর পরে আপনার জন্য ভালোটাই অপেক্ষা করছে।
  • আপনার সবধরনের ত্যাগ শিকার করার ক্ষমতা আছে। যেকোন ভালো কাজের জন্য আপনার কষ্ট ও ত্যাগ শিকার করার ক্ষমতা আছে। এই ক্ষমতাই যে কাউকে সাফল্যের শিখরে নিয়ে যেতে পারে।
    ইতিবাচক চিন্তাই জীবনটাকে উপভোগ করতে সাহায্য করবে যা দিয়ে যেকোন সাফল্য অর্জন সম্ভব।
ভালো লাগলে অবশ্যই লাইক,শেয়ার ও কমেন্ট করে পাশে থাকুন। ঘুরে আসতে পারেন। www.facebook.fom/sobkichu24 www.free.facebook.com/sobkichu24

Share this

Related Posts

Previous
Next Post »