নারীকে অতুলনীয়া করে তোলে যে ৬ টি গুন

অনেক মেয়েই মনে করে থাকেন সুন্দর চেহারা এবং আকর্ষণীয় দৈহিক সৌন্দর্যের অধিকারিণী হলেই তিনি সকলের চোখে হয়ে উঠবেন অতুলনীয় রূপসী। আমাদের সমাজের পরিপ্রেক্ষিতে এমনটা ভাবা খুব বেশি ভুল নয়। কারণ আমাদের সমাজ ‘আগে দর্শনদারি, পরে গুণ বিচারী’ নীতিতে বিশ্বাসী। আর এই কারণেই মুখের ওপর মেকআপের প্রলেপ দিয়ে ডায়েট করে সকলের চোখে রূপসী হতে চান সকল নারীই।
কিন্তু আসলেই কি এই মেকআপ এবং আকর্ষণীয় চেহারা ও দেহের কারণেই নারীরা হয়ে উঠেন রূপসী অন্য একজনের চোখে? মোটেই নয়। বরং নারীর সৌন্দর্য লুকিয়ে আছে অন্যখানে। কিছু বিশেষ গুণেই একজন নারী হতে পারেন অতুলনীয় সুন্দরী।
মেয়েলী আবেগ
একজন আবেগবিহীন নারী যতো সুন্দরীই হোন না কেন তার সকল সৌন্দর্যই বৃথা। একজন নারীকে অপূর্ব করে তোলে তার মেয়েলী আবেগগুলো। তার সকল ব্যাপারে ইমোশনাল হয়ে পরা, যে কোনো সম্পর্ক টিকিয়ে রাখার, ধরে রাখার আপ্রাণ চেষ্টা এই সবই একজন নারীর অনেক বড় সৌন্দর্য।
মায়া মমতা
নারী মাত্রই মায়া মমতাপূর্ণ একজন মানুষ। কারণ একজন নারী মায়ের ভূমিকাতেও থাকেন। কথায় বলে মেয়েরা মস্তিষ্ক দিয়ে নয় হৃদয় দিয়ে চিন্তা করেন। আসলেই কথাটি সত্যি। নারীর সৌন্দর্য লুকিয়ে আছে তার মায়া মমতায়, তার অন্যের দুঃখে দুঃখী হওয়ার মানসিকতায়, তার সহানুভূতি এবং সহমর্মিতায়।
বুদ্ধিমত্তা
আমাদের সমাজে একটি প্রচলিত কথা রয়েছে, ‘সুন্দরী মেয়েদের বুদ্ধি কম, এবং যার বুদ্ধি রয়েছে তিনি সুন্দরী নন’। এই ধরণের অদ্ভুত তথ্য মেয়েদের ছোট করার অস্ত্র ছাড়া কিছুই নয়। একজন বই পড়ুয়া জ্ঞানী, স্মার্ট মেয়ের বুদ্ধিমত্তা তার আসল সৌন্দর্য। একজন নারী তিনি দেখতে যেমনই হোক না কেন তার রয়েছে নিজস্ব বুদ্ধিমত্তা। আর এই বুদ্ধিমত্তাই তার আসল সৌন্দর্য।
ব্যক্তিত্ব
একজন নারীর মধ্যকার আসল সৌন্দর্য হচ্ছে তার ব্যক্তিত্ব। একজন রমণী হিসেবে তার বাহ্যিক সৌন্দর্যটাই মুখ্য নয়। তিনি কি চিন্তা করেন, কি ভাবেন তার ব্যক্তিত্ব কোন ধরণের তার মাধ্যমেই তার আসল সৌন্দর্য ফুটে উঠে থাকে।
আত্মবিশ্বাস
আত্মবিশ্বাস একজন মানুষকে অনেক বেশি মাত্রায় সুন্দর করে তোলে। তার নিজের মধ্যকার এই আত্মবিশ্বাসের অপূর্ব ছটা তার ব্যক্তিত্বকে আরও বেশি প্রস্ফুটিত করে। একজন আত্মবিশ্বাসী নারী নিজের ভেতরের সৌন্দর্য খুব ভালো করেই প্রকাশ করতে পারেন। তখন তিনি আসলেই হয়ে উঠেন একজন অনন্যা।
কর্মদক্ষতা
একজন নারী, তিনি কিই বা করতে পারেন। দুর্বল প্রকৃতির নারীকে অনেক বেশিই অবহেলা করা হয়ে থাকে আমাদের এই সমাজে। কিন্তু সকলেই ভুলে যায় সন্তান জন্মদানের মতো সব চাইতে কঠিন কাজটির ক্ষমতা সৃষ্টিকর্তা একজন নারীকেই দিয়েছেন। একজন নারীর সৌন্দর্য প্রকাশ পায় তার কাজের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা এবং পরিপূর্ণ প্যাশনের মাধ্যমে। তিনি কতোটা দক্ষ তার মাধ্যমেই বিচার হয় তার সৌন্দর্য
ভালো লাগলে অবশ্যই লাইক,শেয়ার ও কমেন্ট করে পাশে থাকুন। ঘুরে আসতে পারেন। www.facebook.fom/sobkichu24 www.free.facebook.com/sobkichu24

Share this

Related Posts

Previous
Next Post »