বান্দরবানের লামা উপজেলার থেকে একের পর এক মোটর সাইকেল চুরি ঘটনার মূল হোতা দুর্ধর্ষ চোর রনিকে (২৪ গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে পৌরসভার মধুঝিরি এলাকা থেকে তাকে আটক করা হয়।
রনি মধুঝিরি গ্রামের বাসিন্দা মৃত লেকুরাজের ছেলে। একই সময় তার সাথে থাকা আরো দুজন সহযোগীকে আটক করা হয়। এরা হলো মধুঝিরি গ্রামের বাসিন্দা নবাব মিয়ার ছেলে রাসেল (৩০) ও কক্সবাজার সদর উপজেলার সমিতি পাড়ার বাসিন্দা আবদুল হামিদের ছেলে আব্দুল খালেক (২৮)।
সূত্র জানায়, সম্প্রতি লামা পৌরসভার কলেজগেট এলাকার গাজী গ্রুপের অফিসের গ্রিল ও দরজার তালা ভেঙ্গে দুটি এবং গত ছয়জুন সোমবার রাতে মধুঝিরি থেকে রফিকুল ইসলাম নামের এক সাংবাদিকের মোটর সাইকেল চুরি হয়। এসব ঘটনায় ভুক্তভোগীরা থানায় মামলা করেন। মামলার সূত্র ধরে পুলিশের উপপরিদর্শক জায়েদ নূর ও মো. আজমগীরের নেতৃত্বে সদস্যরা মধুঝিরি ও বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় তিনজনকে গ্রেফতার করে পুলিশ।
উল্লেখ্য, গত ছয় মাসে লামা উপজেলার বিভিন্ন স্থান থেকে অর্ধশতাধিক মোটর সাইকেল চুরির ঘটনা ঘটে। পুলিশ, সাংবাদিক, কোম্পানী, জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা-কর্মচারী, এনজিও ও ব্যাক্তি মালিকানা মোটর সাইকেল চুরি করে সিন্ডিকেটির সদস্যরা।
লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোটর সাইকেল চুরির ঘটনায় রনিসহ তিনজনকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, আগামী এক মাসের মধ্যে উপজেলাকে মোটর সাইকেল চোরমুক্ত করা হবে।
সুত্রঃ নিউজ চট্রগ্রাম।
ভালো লাগলে অবশ্যই লাইক,শেয়ার ও কমেন্ট করে পাশে থাকুন। ঘুরে আসতে পারেন। www.facebook.fom/sobkichu24 www.free.facebook.com/sobkichu24