পৃথিবীর মাঝে সবচেয়ে বেশি পঠিত কিতাবের নাম হল আল কোরআন।
পৃথিবীর মাঝে যে কিতাবটি পূর্ণ মুখস্থকরীর সংখ্যা সবচেয়ে বেশি রয়েছে তা হল আল কোরআন।
বিভিন্ন সময়ে বিভিন্ন দেশের জনগনের চাহিদার প্রতি লক্ষ রেখে তাদের মাতৃভাষায় মহাগ্রন্থ আল কোরআনের অনুবাদ হয়েছে। আসুন এক নজরে দেখে নেই, কোন দেশের মাতৃভাষায় কোরআনের অনুবাদ কখন হয়েছে?
======================================
১. বাংলা ভাষায় কোরআন প্রথম অনুবাদ করেন : আমিরুদ্দীন বসুনিয়া। (১৮৮৬ইং)
২. ইংরেজী ভাষায় কোরআন প্রথম অনুবাদ করেন : আলেকজান্ডার বস। (১৬৪৮ইং)
৩. ইটালিয়ান ভাষায় কোরআন প্রথম অনুবাদ করেন: আন্দ্রে এ্যারি ত্যারিনি। (১৫৪৭ইং)
৪. জার্মানি ভাষায় কোরআন প্রথম অনুবাদ করেন: সলেমন স্কেইজারী। (১৫৪৭ইং)
৫. ফরাসী ভাষায় কোরআন প্রথম অনুবাদ করেন: আন্দ্রে ডুরিৎয়ার। (১৬৪৭ইং)
৬. রাশিয়ান ভাষায় কোরআন প্রথম অনুবাদ করেন: পিত্তটর ডি পোষ্টানিকড।(১৭১৬ইং)
৭. উর্দু ভাষায় কোরআন প্রথম অনুবাদ করেন : আব্দুস সালাম মোহাম্মদ। (১৮২৮ইং)
৮. হিন্দি ভাষায় কোরআন প্রথম অনুবাদ করেন: আহমদ শাহ্ মাহিসী। (১৯১৬ইং)
৯. চীনা ভাষায় কোরআন প্রথম অনুবাদ করেন : টিয়েংলী। (১৯২৭ইং)
১০. আফ্রিকান ভাষায় কোরআন প্রথম অনুবাদ করেন : ইসমাঈল রাজ্জাক। (১৯৬০ইং)
১১. কোরিয়ান ভাষায় কোরআন প্রথম অনুবাদ করেন : যংসান কিম। (১৯৭১ইং)
১২. সুদানী ভাষায় কোরআন প্রথম অনুবাদ করেন : এইচ কামরুদ্দীন সালেহ (১৯৭১ইং)
১৩. কাশ্মীরী ভাষায় কোরআন প্রথম অনুবাদ করেন : মুহাম্মদ ইয়াহইয়া শাহ। (১৯৮৭ইং)
১৪. রুমানিয়া ভাষায় কোরআন প্রথম অনুবাদ করেন : সিলভেস্টো ও কট্টভিয়ান।(১৯১২ইং)
১৫. গুজরাটি ভাষায় কোরআন প্রথম অনুবাদ করেন : আঃ কারিবী লোফানান।(১৮৭৯ইং)
আসুন, কোরআনকে জেনে বুঝে বেশি করে অধ্যায়ন করি আর সেমতে জীবন যাপন করি।