হ্যাকিংয়ের অভিযোগে রাজধানীতে নাইজেরিয়ান নাগরিকসহ আটক ২

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ই-মেইল অ্যাকাউন্ট হ্যাকিং চক্রের দুই সদস্যকে আটক করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম (সিটি) ইউনিট।
আটকদের মধ্যে রয়েছেন নাইজেরিয়ান নাগরিক কিংসলে লিভিং স্টোন ও বাংলাদেশি নাগরিক সোনিয়া শারমিন। এর আগেও একবার প্রতারণার অভিযোগে সোনিয়া শারমিন গ্রেফতার হয়েছিলেন।
বৃহস্পতিবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখায় আয়োজিত সংবাদ সম্মেলনে সিটির প্রধান মনিরুল ইসলাম এসব তথ্য জানান।
তিনি আরো জানান, বুধবার রাত ৯টার দিকে ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাদের দুজনকে আটক করা হয়। এদের মূল টার্গেট ই-মেইল অ্যাকাউন্ট হ্যাক করে ব্যাংকের তথ্যাদি পরিবর্তন করে টাকা হাতিয়ে নেওয়া।

ভালো লাগলে অবশ্যই লাইক,শেয়ার ও কমেন্ট করে পাশে থাকুন। ঘুরে আসতে পারেন। www.facebook.fom/sobkichu24 www.free.facebook.com/sobkichu24

Share this

Related Posts

Previous
Next Post »