বাছাইকৃত গুনাহমুক্ত বেশকিছু ইসলামী গজলের লিংক


بسم الله الرحمن الرحيم 
সাম্যেহের ইন ব্লগ থেকে।
আলহামদুলিল্লাহ।ওয়াস সলাতু আলান নাবী। আমরা যারা ইউটিউবে গজল শুনি তাদেরকে প্রায়ই অশ্লীল ছবির জন্য বিব্রত হতে হয় এমনকি গজল শুনতে গিয়ে গুনাহও করতে হয়।তাই নিরাপদে যেন আপনারা গজল শুনতে পারেন সেই জন্য আমার এই চেষ্টা। সবাইকে আল্লাহ্‌ গুনাহমুক্ত রাখুন। আমীন। 

১-আল্লাহ্‌ আমার রব এই রবই আমার সব 

২-মিছে এই জীবনের রংধনুটা 

৩-কি আর হবে কান্দিয়া এই দুনিয়ার লাগিয়া 

৪-কাফন আমার আপন,কবর আমার ঘাঁটি 

৫-এই গজলটি অবশ্যই শুনুন 

৬-জানিনা কত সুন্দর তুমি আল্লাহ্‌ 

৭-হৃদয় বিদারক একটি গজল 

৮-মাটিরও পিঞ্জিরা ভাঙ্গিয়া চুরিয়া 

৯-সোনার মদীনা আমার প্রাণের মদীনা 

১০-মন যে আমার রয় না ঘরে রাখতে পারি না 

১১-তারাদের মিছিলে আকাশটা দেখিলে 

১২-তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর 

১৩-আল্লাহকে যারা বেসেছে ভাল 

১৪- এমন যদি হত 

১৫-মুসলিম আমি সংগ্রামী আমি 

১৬-মিছে এই জীবনের রংধনুটা 

১৭-দৃষ্টি মোদের যায় যতদূর সৃষ্টি তোমার ছোড়ানো 

১৮-যেতে হবে খালি হাতে সংগে কিছুই যাবে না 

১৯-এই জীবনে কিছুই চাওয়ার নেইতো আর 

২০-আল্লাহ্‌ তোমার মহিমা আমার হৃদয়ের ক্লান্তি জুড়ায় 

২১- ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ 

২২-ঝিরি ঝিরি বাতাসে 

২৩-একটি সুন্দর উর্দু গজল 

২৪-দিল কো আগার চমকানা 

২৫-আল্লাহ্‌ আমার রব এই রবি আমার সব 

২৬-হৃদয় বিদারক একটি গজল (ভিন্ন সুরে) 

২৭-মায়ার এই ভুবন ছেড়ে 

২৮-আমার নবী প্রেমের ছবি নাইরে তাহার 

২৯-তোমার নামে মধুর গানে 

৩০-তারাগুলো আজ যেন 

৩১-নিঝুম রাতে দূর আকাশের দিকে তাকিয়ে 

৩২-তেরে সেওয়া মা'বুদে হাকীকী কোই নেহি হেয় কোই নেহি 

৩৩-প্রশংসা সবই কেবল তোমারই 

৩৪-নিঝুম রাতে সব ঘুমিয়ে গেলে তারা আর আমি শুধু জেগে থাকি 

৩৫-আল্লাহকে যারা বেসেছে ভালো 

৩৬-তারাদের মিছিলে আকাশটা দেখিলে 

৩৭-একদিন তোমার যৌবন ফুরাবে 

৩৮-কোন একদিন এদেশের আকাশে 

৩৯-ও মদীনার বুলবুলি 

৪০-বলতো কার ইশারায় গোলাপ তার গন্ধ 

৪১-রোজ বিহানে একটা পাখি আল্লাহ্‌ আল্লাহ্‌ ডাকে 

৪২-আল্লাহ্‌ আমার প্রভু, আমার নাহি, নাহি ভয়। 

৪৩-আল্লহু আল্লহু তুমি জাল্লে জালালুহু 

৪৪-আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি 

৪৫-একটা ওমর এই জামানায় দেও হে মেহেরবান 

৪৬-একদিন চলে যাবো আমরা সবাই 

৪৭-মাটি হবে আসল বাড়ী 

৪৮-আল্লাহ্‌ তুমি দয়ার সাগর রহমানুর রহীম 

৪৯-মুঝে দর পে ফের বুলানা । 

৫০- চমৎকার একটি উর্দু গজল। 

৫১-নবীর আশেকদের জন্য একটি পাগল করা উর্দু গজল। 

৫২-হাম ফকিরো কো মদিনে গলি আচ্ছি লাগি। 

৫৩- চমৎকার উর্দু নাত । 

৫৪- দুনিয়া কে হ্যাই মুসাফির মনজিল তেরি কবর হ্যায়। 

৫৫- একটি শিশুকন্ঠের আরবী গজল। 

৫৬- আর একটি প্রিয় আরবী গজল। 

৫৭- দারুণ একটি উর্দু গজল। 

৫৮- আর একটি দারুণ উর্দু গজল। 

৫৯- একটি সুন্দর নাত। 

৬০- একটি সুন্দর আরবী গজল। 

৬১- মদীনা তাইয়্যেবা নিয়ে একটি সুন্দর গজল। 

৬২- বুনিয়াল ইসলামু আলা খমছিন। 

৬৩- উর্দু নাত। জমীন মেয়লী নেহী হোতি। 

৬৪- ওরে নিশি গন্ধা এই মধু মন্দা 

৬৫- আম্মু বলেন পররে সোনা 

৬৬- একটি সুন্দর উর্দু নাত। 

৬৭- আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে ও নাম। 

৬৮- একটি উর্দু গজল। 

৬৯- একটি উর্দু গজল। 

৭০- স্বামীর ভালোবাসা পাওয়ার ৬০টি উপায়। 

৭১- একজন মুসলিমের তার স্ত্রীকে কেমন ভালোবাসা উচিত। 
একই গজল কিন্তু সাথে আছে আনোয়ার পাশার, তার স্ত্রীর প্রতি পাঠানো সেই বিখ্যাত চিঠি । 

৭২- মাকে নিয়ে একটি সুন্দর আরবী গজল সেই সাথে একটি হৃদয় বিদারক কাহিনী। 

৭৩- একটি সুন্দর আরবী গজল সাথে আরো কিছু। 

৭৪- একটি ইংরেজী গজল এবং সাথে ৭০টি ধ্বংসকারী গুণাহের লিস্ট। 

৭৫- খুবই চমৎকার একটি উর্দু গজল। 

৭৬- আরেকটি প্রিয় উর্দু গজল। 

৭৭- খায়রুল বাশার পর লাখো সালাম। 

৭৮- মেরে নবী সে মেরে রিশতা কাল ভি থা আওর আজ ভি হ্যায়। 

৭৯- There is no man more dear to meThroughout the whole of history 

৮০- looking up at the sky, searching for allah most high 

৮১- দুনিয়া কি আয় মুসাফির মনজিল তেরি কবর হ্যায়। 

৮২- একটি আরবী গজল সাথে আরো কিছু। 

৮৩- আমারি গান আমার এই সুর শুধুই তোমারি জন্য। 

৮৪- ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। খুবই সুন্দর নাত। ক্বারী ওয়াহিদ জাফর কাসেমী। 

৮৫- o mountains of mecca,what can you say- জেইন ভিখা। 

৮৬- You Are Very Special - জেইন ভিখা। 

৮৭- Allah is enough for me - জেইন ভিখা। 

৮৮-Kabhi to aai ga aisa din bhi 







এবার যেই গজলগুলো দিব এগুলোতে মানুষের ভিডিও আছে । তাই এই লিংকগুলো খুলে দয়া করে মিনিমাইজ করে শুনবেন। তা নাহলে কিন্তু আপনার গুনাহের দায় আপনাকেই নিতে হবে।কোন ভাই কি অনুগ্রহ করে এই গজল গুলি এম্পিথ্রিতে কনভার্ট করে, সেগুলো আপলোড করে তা ডাউনলোড করার লিংক দিবেন। আমি এই ব্যাপারে ভালো জানি না। 


১-শুকরিয়া জানাই আল্লাহ্‌ শুকরিয়া জানাই তোমায় 

২-আল্লাহ আমার কন্ঠে যেন 

৩-পৃথিবী আমার আসল ঠিকানা নয় 

৪-মরতেই হবে যখন শহীদী মরণ দিও আমাকে 

৫-আমারি মা , মা জননী আমার সুখের ঠিকানা 

৬-দাও খোদা দাও আমায় আবার 

৭-পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। 

৮-মষি হলে পৃথিবীর বারি তামাম 

৯-যদি লিখতে শুরু করি কলম কালি হবে শেষ 

১০-মায়ের দিলেতে ব্যাথা কখনো দিও না । 

১১-আল্লাহ্‌ আল্লাহ্‌ বল সবে 

১২-হে খোদা দয়াময় 

১৩-একদিন মাটির ভিতর হবে ঘর 

১৪-চল চল মোরে উম্মতের দল 

১৫-বিসমিল্লাহ বল বিসমিল্লাহ তব নামে কাজ শুরু করি আল্লাহ্‌। 

১৬-একটি চমৎকার উর্দু গজল 

১৭-একটি ইংরেজী গজল 

১৮-একটি ইংরেজী গজল । (জেইন ভিখা) 

১৯- তলাআল বাদরু আলাইনা। 

২০- হৃদয়ের জানালা খুলে দাও না। 

২১-একটি শিশু কন্ঠের বাংলা ইসলামী গজল। 

২২- হাফেজ আবু বকরের কন্ঠে একটি উর্দু গজল। 

২৩- হাশর মে ফের মিলেংগে মেরে দোস্ত। 

২৪- জুনায়েদ জামশেদের একটি গজল। 

২৫- জুনায়েদ জামশেদের একটি নাত। 

২৬- জুনায়েদ জামশেদের আরেকটি গজল। 

২৭- ''অ" তে অযু করে আমি নামায পড়তে যাই। 

২৮- শিশুকন্ঠে- ঐ কালো কালো কোকিলের কন্ঠে 

২৯- শিশুকন্ঠে- ফুল কেন ফোটে পাখি গেন গায়। 

৩০- তুমি রহমানুর রহীম আল্লাহ্‌ হে পরওয়ারদেগার । 

৩১- মনে যদি নাহি কিছু থাকে, অহরহ ডাকো আল্লাহকে। 

৩২- ওহে মুসলমান! আসিতেছে রমজান। 

৩৩- আল্লাহ্‌ আল্লাহ্‌ বলো, তাঁর হুকুম মেনে চলো। 

৩৪- বিশ্বনবী কাম্বলীওয়ালা মেরাজ জানগো চলিয়া। 

৩৫- প্রজাপতির ডানায় রূপের কে এঁকেছে আলপনা।

৩৬- আল্লাহ্‌র রহম বারিধারায় বার বার ভিজে ভিজে যায় মন। 

৩৭- আকাশ জমীন গ্রহ তারা বৃক্ষ রাজি ঝর্না ধারা। 

৩৮- জমীন ও জামান তোমহারে লিয়ে।
ভালো লাগলে অবশ্যই লাইক,শেয়ার ও কমেন্ট করে পাশে থাকুন। ঘুরে আসতে পারেন। www.facebook.fom/sobkichu24 www.free.facebook.com/sobkichu24

Share this

Related Posts

Previous
Next Post »