শফিক রেহমানকে নিয়ে সাংবাদিকদের প্রতিক্রিয়ায় ‘বিস্মিত’ প্রধানমন্ত্রী

সজীব ওয়াজেদ জয়কে হত্যাচেষ্টায় সম্পৃক্ততার অভিযোগে শফিক রেহমান গ্রেপ্তারের পর সাংবাদিকদের প্রতিক্রিয়ায় বিস্ময় প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সাম্প্রতিক তিন দেশ সফর নিয়ে বুধবার গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি বলেন,“আপনাদের স্বনামধন্য সাংবাদিক, লাল গোলাপ শুভেচ্ছা নিয়ে যিনি সব সময় থাকেন।

“তাকে গ্রেপ্তারের পর অনেকেই আকূল-বিকূল হয়ে তার সঙ্গে একাত্মতা ঘোষণা করে দিয়েছেন। জয়ের হত্যা চেষ্টার প্রচেষ্টার সঙ্গে যারা জড়িত, তাদের সঙ্গে একাত্মতা পর্যন্ত ঘোষণা করতে পারেন?

“সেটাও তো আমি আমার চোখে দেখেছি।”

যুক্তরাষ্ট্রপ্রবাসী জয় তার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টার দায়িত্বে রয়েছেন। 

জয়ের সম্পর্কে তথ্য পেতে যুক্তরাষ্ট্রের আদালতে প্রবাসী এক বিএনপি নেতার ছেলের দণ্ডের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ পুলিশ প্রধানমন্ত্রীপুত্রকে হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা করে।

ওই মামলায় গ্রেপ্তার করা হয় যায়যায়দিনের সাবেক সম্পাদক শফিক রেহমানকে। পরে তিনি এই সংক্রান্ত বিভিন্ন চিঠি ও কাগজপত্র নিজেই বের করে দেন বলে পুলিশ জানায়।

শেখ হাসিনা বলেন, “উনি নিজেই তো সব কাগজপত্র বের করে দিলেন, উনার বাড়ি থেকে।”

প্রধানমন্ত্রী বলেন, “আমার ছেলে জয় কি অপরাধ করেছে? এফবিআই অফিসার, তাকে কিনে ফেলে দিলো,কত টাকা? কোথা থেকে এই টাকাটা আসল? এই টাকা কে পেমেন্ট করেছে? কারা দিয়েছে? কারা এদের সাথে বৈঠক করেছে? কী কথা হয়েছে?”

যুক্তরাষ্ট্রে মামলার ফলেই এই তথ্য বেরিয়ে আসার কথা জানিয়ে তিনি বলেন, “এটা তো আমাদের নয়, আমেরিকাই বের করেছে। দু’তিন বছর ধরে এই মামলা চলেছে। সেখান থেকে তথ্য পাওয়া গেছে।”
সুতেওঃ বিবিচি বাংলা

Share this

Related Posts

Previous
Next Post »