বিশ্বের এমন পাঁচটা দেশ যেখানে জলের থেকেও সস্তা পেট্রোল

জলের দামে তেল! ভারতীয় মুদ্রায় এক লিটার মিনারেল ওয়াটার কিনতে যে টাকা লাগে তার থেকেও কম দামে এক লিটার পেট্রোল পাওয়া যাচ্ছে! জ্বালানি তেলের দাম কোথাও ১৪ টাকা প্রতি লিটার, কোথাও ১৬ টাকা প্রতি লিটার, কোথাও আবার ১৯ টাকা। এমন ৫টি দেশ যেখানে পেট্রোল সব থেকে সস্তা। 
কাতার- প্রতি লিটার পেট্রোলের দাম ২৫ টাকা। এক লিটার জলের দাম ৩৫টাকা 
আলজিরিয়া- প্রতি লিটার পেট্রোলের দাম ১৯ টাকা। সেখানে এক লিটার জলের দাম ৩০ টাকা
তুর্কমিনিস্থান- এখানে প্রতি লিটার পেট্রোলের দাম ১৯ টাকা।  
সৌদি আরব- এই দেশে প্রতি লিটার পেট্রোলের দাম ১৬ টাকা। 
কুয়েত- পৃথিবীতে কুয়েতই এমন একটা দেশ যেখানে পেট্রোলের প্রতি লিটারের দাম মাত্র ১৪ টাকা। 
সুত্রঃ জি নিউজ(ইন্ডিয়া)
ভালো লাগলে অবশ্যই লাইক,শেয়ার ও কমেন্ট করে পাশে থাকুন। ঘুরে আসতে পারেন। www.facebook.fom/sobkichu24 www.free.facebook.com/sobkichu24

Share this

Related Posts

Previous
Next Post »