এসপির স্ত্রী হত্যায় আ’লীগ ও তাদের দোসররা জড়িত’

পুলিশ অফিসারের স্ত্রীসহ দেশে চলমান গুম-খুনের সঙ্গে ‘আওয়ামী লীগ’ ও তার ‘দোসররা’ জড়িত বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেছেন, এদেরকে ধরলেই এসব গুম-খুনের রহস্য উদঘাটন হবে।
বৃহস্পতিবার (০৯ জুন) সন্ধ্যায় সুপ্রিম কোট আইনজীবী সমিতি ভবন মিলনায়তনে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এর আয়োজন করে।
সুত্রঃ ওয়ান নিউজ।

ভালো লাগলে অবশ্যই লাইক,শেয়ার ও কমেন্ট করে পাশে থাকুন। ঘুরে আসতে পারেন। www.facebook.fom/sobkichu24 www.free.facebook.com/sobkichu24

Share this

Related Posts

Previous
Next Post »