নির্বাচনী সংঘর্ষে আ’লীগ‘র হাতে বিদ্রোহী প্রার্থীর সমর্থক নিহত

পাবনা: জেলার সদর উপজেলার আতাইকুলা থানার সাদুল্লাহপুর ইউনিয়নের নির্বাচনী সহিংসতায় কালাম খাঁ (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো ৫ জন। মঙ্গলবার  (২৪ মে) সন্ধ্যায় ইউনিয়নের শ্রীকোল বাজারে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। তিনি ওই এলাকার শমসের খাঁর ছেলে। পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা (ডিআইও-১) আহসান উল্লাহ এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আব্দুল কুদ্দুস এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 
স্থানীয়রা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী রউচ উদ্দিন খাঁ এবং আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আব্দুস কুদ্দুস মুন্সির সমর্থকদের মধ্যে ভোট চাওয়া নিয়ে সংঘর্ষ বাধে। সংঘর্ষে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর সমর্থক কালামকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষের লোকজন। এসময় ধারালো অস্ত্রাঘাতে আরো ৫জন আহত হয়। আহতদের স্থানীয় হাসপাতলে পাঠানো হয়েছে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। 
এবিষয়ে আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, শ্রীকোল বাজারে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। আধা কিলোমিটার দূরে অপর একটি ঘটনায় তিনি নিহত হন। ওসি বলেন, পরিবারের মুখ থেকে শুনেছি জমিজমার বিরোধ নিয়ে তিনি খুন হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ ফোর্স গেছে।

Share this

Related Posts

Previous
Next Post »