প্যারিস থেকে ৬৬ জন আরোহী নিয়ে কায়রোর পথে থাকা ইজিপ্টএয়ারের একটি উড়োজাহাজের সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।মিশরীয় বিমান পরিবহন সংস্থাটি এক টুইটে এ খবর নিশ্চিত করেছে বলে জানিয়েছে বিবিসি।
ইজিপ্টএয়ার বলছে, তাদের ফ্লাইট এমএস৮০৪ এ ৫৬ জন যাত্রী ও দশজন ক্রু রয়েছেন। শেষবার যখন রেডারে উড়োজাহাজটি দেখা যায়, তখন সেটি পূর্ব ভূমধ্যসাগরের ওপর দিয়ে ৩৭ হাজার ফুট উচ্চতায় উড়ছিল।
মিশরের আকাশসীমা থেকে ১০ মাইল দূরে কায়রোর স্থানীয় সময় বুধবার রাত ২টা ৪৫ মিনিটে (বাংলেদেশ সময় বৃহস্পতিবার সকাল ৬টা ৪৫) উড়োজাহাজটি রেডার থেকে অদৃশ্য হয়ে যায় বলে একজন কর্মকর্তা জানিয়েছেন।
মিশরের রাষ্ট্রীয় বিমান পরিবহন সংস্থাটি জানিয়েছে, নতুন কোনো তথ্য পেলে তারা তা জানাবে।
bdnews24