প্রলোভন দেখিয়ে ধর্ষণ, গ্রেপ্তার ছাত্রলীগ নেতা

এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে একরামুল হক রনি নামে ছাত্রলীগ নেতাকে। মঙ্গলবার ভোরে শ্রীপুরের কেওয়া পশ্চিমখণ্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে রূপনগর থানা পুলিশ। একরামুল হক রনি শ্রীপুরের পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি। রনি শ্রীপুরের কেওয়া পশ্চিমখণ্ড গ্রামের বাসিন্দা ও গাজীপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সহকারী কমান্ডার আ জ ম এনামুল হকের ছেলে।
রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ আলম  বিষয়টি নিশ্চিত করে জানান, বছর খানেক আগে এক তরুণীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলে ছাত্রলীগ নেতা রনি। বিয়ের প্রলোভন দেখিয়ে রূপনগর থানা এলাকায় বসবাস করে শারিরীক সম্পর্ক স্থাপন করে আসছিলেন। সম্প্রতি বিয়ের জন্য চাপ দিলে রনি তরুণীকে বিয়ে করতে অস্বীকৃতি জানান। এরপর তরুণীটি রনিকে আসামি করে রূপনগর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পরে পুলিশ অভিযান চালিয়ে রনিকে মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে পশ্চিমখণ্ড গ্রামের তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।  রূপনগর থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহীন ফকির জানান, গত ১৭ মে নারী নির্যাতন আইনে রনির বিরুদ্ধে মামলা হয়।

Share this

Related Posts

Previous
Next Post »