বিমানবন্দরে মুহূর্তেই গায়েব হলেন জলজ্যান্ত এক নারী!

  • কয়েক সেকেন্ড আগেই যিনি লাগেজ কাউন্টারে দাঁড়িয়ে ছিলেন। চোখের পলক ফেলতে না ফেলতেই গায়েব! গল্প নয় সত্যি। কোপেনহাগেনের এয়ারপোর্টে এক চ্যানেলের লাইভ সাক্ষাৎকার চলাকালীনই এই ঘটনা ঘটে। 

  • ওই টিভি চ্যানেলের ক্যামেরায় ধরা পড়েছে সেই ফুটেজ। আর ঘটনার খবর জানাজানি হওয়ার পর থেকেই তা সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ছে সেই ছবি।

  • ঠিক কী ঘটেছে?
  • কোপেনহাগেন এয়ারপোর্টে বুধবার এক টিভি চ্যানেল এক খেলোয়াড়ের সাক্ষাৎকার নিচ্ছিল। সে সময় কিছু দূরে লাগেজ কাউন্টারের কাছে এক মহিলা দাঁড়িয়েছিলেন। তাঁর সঙ্গে কথা বলে তাঁকে পাশ কাটিয়ে অন্য এক মহিলা এগিয়ে আসেন। তাঁর পাশ কাটিয়ে আসতে কয়েক সেকেন্ড সময় লাগে তাঁর। আর এর মধ্যেই খুব আশ্চর্যজনক ভাবে গায়েব হয়ে যান তিনি। ২ দিন হয়ে গিয়েছে ঘটনাটি ঘটেছে। এখনও পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি ওই মহিলার।

  • কী ভাবে গায়েব হলেন সেই মহিলা জানতে দেখুন এই ভিডিও:


Share this

Related Posts

Previous
Next Post »