রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলায় গ্রেপ্তার শিবির নেতা হাফিজুর রহমান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
এ মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের পরির্দশক রেজাউস সাদিক জানান, বৃহস্পতিবার ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হাফিজুরের মৃত্যু হয়।
“হাফিজুর ক্যান্সারে আক্রান্ত ছিলেন। বৃহস্পতিবার রাত ৩টার দিকে অসুস্থ হয়ে পড়লে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ভোর ৫টার দিকে সেখানেই তার মৃত্যু হয়।”
হাফিজুর নগরীর ১৯ নম্বর ওয়ার্ড ছাত্রশিবিরের সেক্রেটারি এবং বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
গত ২৩ এপ্রিল সকালে রাজশাহীর শালাবাগান এলাকায় কুপিয়ে হত্যা করা হয় ইংরেজি বিভাগের অধ্যাপক রেজাউল করিমকে।
তার ছেলে রিয়াসাত ইমতিয়াজ সৌরভ হোসেন ওইদিনই নগরীর বোয়ালিয়া থানায় অজ্ঞাত পরিচয় আসামিদের বিরুদ্ধে মামলা করেন।
পরদিন শিবির নেতা হাফিজুরকে ওই মামলায় নগরীর ছোটবোনগ্রাম এলাকার একটি বাসা থেকে পুলিশ গ্রেপ্তার করে।
এপ্রিলের শেষে হাফিজুরকে চার দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাবাসাদও করে পুলিশ।
bdnews24