প্রথম বারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অংশ নিয়ে বাজিমাত খেলা উপহার দিচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান। এ পর্যন্ত ১৬ উইকেট নেয়া ছাড়াও কিপটে বোলিংয়ের কারণে মেন্টর থেকে শুরু করে সবার মধ্যমণিতে পরিণত হয়েছে তিনি।
দিন দশেকের মধ্যে আইপিএল পর্ব শেষ হবে মুস্তাফিজের। এর পরেই বিমান ধরে সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। দীর্ঘ দিন ধরে দেশের বাইরে থাকায় বড্ড আনমনা হয়ে আছেন মুস্তাফিজ। দেশে এসেই আবার তাকে উড়াল দিতে হবে ইংল্যান্ডে। কারণ ইংল্যান্ডের জনপ্রিয় কাউন্টি খেলার জন্য এরই মধ্যে ডাক পেয়েছেন সাতক্ষীরার ২০ বছর বয়সী এই যুবক।
কিন্তু ক্রিকেট পাড়ার গুঞ্জন মুস্তফিজ নাকি কাউন্টি খেলতে যাবেন না। এমনকি শারীরিক অবসাদ আর দীর্ঘ দিন ধরে দেশের বাইরে থাকায় মন সায় দিচ্ছে না মুস্তাফিজের এমনটাই জানালেন তার ঘনিষ্টজনরা।
তবে মুস্তাফিজ ভক্ত ও তার জন্য বিসিবি দিয়েছে নতুন খবর। তা হল, মুস্তাফিজ খেলতে যাক বা না যাক তাকে আর্থিক ক্ষতি পুষিয়ে দেয়ার ব্যাপারে সচেতন বিসিবি।
এ ব্যাপারে ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘ভারতে গিয়ে সে খেলছে, আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলছিলো এবং সঙ্গে ইনজুরি। কিন্তু আমরা চিন্তা ভাবনা করছি, ইংল্যান্ডে ওর (মুস্তাফিজ) যে চুক্তি আছে সেটার কি হবে। অতিরিক্ত চাপ হয়ে যাচ্ছে কি না। তার মতামত আমরা নেবো। তারপর বোর্ডে আলোচনা করে আমরা একটি সিদ্ধান্তে আসবো।’
তিনি আরো জানালেন, কাউন্টিতে মুস্তাফিজের খেলা না হলে সেখান থেকে প্রাপ্ত পারিশ্রমিক দিয়ে দেওয়া হবে মুস্তাফিজকে। ফলে আর যাই হোক আর্থিক ক্ষতির মুখোমুখি হতে হবে না তাকে। আকরামের ভাষায়, ‘হ্যা, আমরা তো বলেছিই পিএসএলের সময়। বোর্ড কিন্তু সবসময়েই ক্রিকেটারদের সাহায্য করতে চায়। কাউন্টির ব্যাপারেও এমন কিছু সিদ্ধান্ত হতে পারে।’
মুস্তাফিজের ব্যাপারে বোর্ড মিটিংয়েই সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে, পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ব্যাপারেও শোনা গিয়েছিল, সেখান থেকে প্রাপ্ত অর্থের একটি বড় অংশ বিসিবির পক্ষ থেকে দেওয়া হবে বাঁ-হাতি এই পেসারকে।