কেনিয়ার নির্বাচন কমিশনের বিরুদ্ধে দেশটির বেশ কয়েকটি শহরে প্রতিবাদ হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, কেনিয়ার পশ্চিমাঞ্চলে অন্তত তিন জন বিক্ষোভকারী নিহত হয়েছেন।
নাইরোবিতে নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ের চারপাশে দাঙ্গা পুলিশ একটি বেষ্টনী তৈরী করে। সবশেষ গতকাল দুপুরের পর সেখানে বিপুল সংখ্যক বিক্ষোভকারীকে ভয় দেখিয়ে থামিয়ে দেয়া হয়। বিক্ষোভটি সপ্তাহখানে ধরে চলছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত বিক্ষোভকারীরা নির্বাচন কমিশনের প্রাঙ্গণ পর্যন্ত পৌঁছাতে পারেনি। কারণ পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করেছে।
boabangla