নীলফামারীর জলঢাকায় একটি মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা আধঘণ্টা নিজেদের কান ধরে দাঁড়িয়ে থেকে নারায়ণগঞ্জে শিক্ষককে অপমানের প্রতিবাদ জানিয়েছে।
বুধবার কাজীরহাট পান্থপাড়া আদর্শ আলীম মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা মাদ্রাসার সামনে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে।
মাদ্রাসার সহকারী অধ্যক্ষ হেমায়েত আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নরায়ণগঞ্জে শিক্ষককে অপমানের প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে মাদ্রাসার আড়াই শতাধিক শিক্ষার্থীসহ শিক্ষক-শিক্ষিকারা অংশগ্রহণ করেন বলে তিনি জানান।
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পিয়ার সাত্তার লতিফ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে শুক্রবার কান ধরে উঠ-বস ও পিটিয়ে জখম করা হয়। মঙ্গলবার তাকে বরখাস্ত করে স্কুল কর্তৃপক্ষ।
bdnews24