স্ত্রীকে ভারতে নিয়ে যৌনপল্লীতে বিক্রির দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে লালমনিরহাটের একটি আদালত।
বুধবার লালমনিরহাট নারী ও শিশু নির্যাতন ট্রাইবুন্যাল আদালতের বিচারক মিয়া মোহাম্মদ আলী আকবার আজিজী এ রায় দেন বলে পিপি মো.আকমল হোসেন জানান।
দণ্ডপ্রাপ্ত মেছের আলী (৪৪) কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার অনন্তপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। তিনি পলাতক রয়েছেন।
একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয়মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
মামলার বরাত দিয়ে পিপি জানান, লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ওই মেয়েটির সঙ্গে বিয়ে হয় মেছের আলীর। ১৯৯৯ সালের ২৩ জুন স্ত্রীকে ফুলবাড়ি উপজেলার সীমান্ত এলাকা দিয়ে ভারতের শিলিগুড়ির একটি পতিতালয়ে বিক্রি করে দেন মেছের।
“সেখানে সাড়ে তিন বছর থাকার পর মেয়েটি কৌশলে বাড়িতে চলে আসেন। এরপর ২০০৫ সালের ৬ এপ্রিল এ ঘটনায় নিজে বাদী হয়ে হাতীবান্ধা থানায় একটি মামলা করেন।”