প্রশ্ন
অনেক সময় মসজিদে আসলে দেখা যায় যে, ইমাম সাহেব রুকুতে চলে গেছেন। তখন আমরা কাতারে দৌড়ে এসে তাকবীর বলতে বলতে রুকুতে চলে যাই। একজন আমাকে জানালে যে, এভাবে রুকুতে গেলে নাকি নামায হয় না। এ ব্যাপারে জানিয়ে কৃতার্থ করবেন।
উত্তর
بسم الله الرحمن الرحيم
আসলে নামাযের মাঝে তিন ধরণের তাকবীর রয়েছে। যথা-
১-তাকবীরে তাহরীমা।
২-তাকবীরে ইন্তিকালিয়া তথা উঠাবসার তাকবীর।
৩-তাকবীরে জায়েদা বা অতিরিক্ত তাকবীর।
তাকবীরে তাহরীমা ফরজ। তাকবীরে তাহরীমা আদায়ের স্থান হল দাঁড়িয়ে তা আদায় করা।
তাকবীরে ইন্তিকালিয়া তথা উঠাবসার তাকবীর সুন্নত। যা রুকু সেজদায় যাওয়া ও উঠার সময় বলা হয়ে থাকে।
তাকবীরে জায়েদা তথা অতিরিক্ত তাকবীর। যেমন ঈদের নামাযের ছয় তাকবীর। ইত্যাদি হল তাকবীরে জায়েদা। এসব তাকবীর হল ওয়াজিব।
আর নামাযের শুরুতে যে তাকবীর বলে নামাযে প্রবেশ করা হয়, সেটি হল তাকবীরে তাহরীমা। এটি ফরজ। আর এ তাকবীর আদায়ের স্থান হল দাঁড়িয়ে বলা। সুতরাং কোন ব্যক্তি সোজা হয়ে না দাঁড়িয়ে রুকুতে যেতে যেতে তাকবীর বলতে থাকে, তাহলে মূলত সেটি তাকবীরে তাহরীমা হচ্ছে না। তাকবীরে ইন্তিকালিয়া হয়ে যাচ্ছে। আর তাকবীরে তাহরীমা না হলে নামায হয় না। সে হিসেবে উক্ত ব্যক্তির নামায হবে না।
عَنْ مُحَمَّدِ بْنِ مَسْلَمَةَ، أَنَّ رَسُولَ صَلَّى عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا قَامَ يُصَلِّي تَطَوُّعًا قَالَ: «اللَّهِ أَكْبَرُ
হযরত মুহাম্মদ বিন মাসলামা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ যখনি নফল নামাযে দাঁড়াতেন তখনি তিনি আল্লাহু আকবার বলতেন। {সুনানে নাসায়ী, হাদীস নং-৮৯৮, আলমুজামুল কাবীর-৮/২২৬, হাদীস নং-১৫৮৫৭}
এজন্য উচিত হল, আগে সোজা দাঁড়িয়ে তাকবীরে তাহরীমা বলার পর রুকুর তাকবীর বলে রুকুতে যাবে। যেতে যেতে বলবে না।