বিমানবন্দর ও সীমান্ত এলাকায় রেড এলার্ট জারি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ব্লগার হত্যা মামলায় আনসারুল্লাহ বাংলা টিমের ছয় জঙ্গি যাতে দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারে সেজন্য বিমানবন্দর ও সীমান্ত এলাকায় রেড এলার্ট জারি করা হয়েছে।
শুক্রবার সকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের এ কথা জানান।
এরআগে গতকাল বৃহস্পতিবার ব্লগার ও প্রগতিশীল লেখকদের হত্যাকাণ্ডে জড়িত সন্দেহভাজন ৬ ঘাতকের ছবি প্রকাশ করে তাদের ধরিয়ে দেয়ার জন্য পুরস্কার ঘোষণা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপির ওয়েবসাইটে তাদের ছবি দিয়ে দু’জনের জন্য ৫ লাখ টাকা করে ১০ লাখ এবং চারজনের জন্য দুই লাখ টাকা করে ৮ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়। তারা সবাই আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) শীর্ষস্থানীয় নেতা। তাদের ধরিয়ে দেয়ার জন্য সর্বসাধারণের সহযোগিতা চাওয়া হয়েছে।

Share this

Related Posts

Previous
Next Post »