বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচনে আবারো যুক্তরাষ্ট্রের আহবান



বাংলাদেশে নির্বাচনের ব্যাপারে যুক্তরাষ্ট্র তার আগের অবস্থানেই রয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জন কিরবি এ প্রসঙ্গে বলেন, যুক্তরাষ্ট্র এখনো একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায়। এ বিষয়ে আমাদের অবস্থান আগের মতোই রয়েছে। এটার কোনো পরিবর্তন ঘটেনি।
বুধবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। কিরবি বলেন, আমরা এখনো চাই বাংলাদেশের মানুষেরা একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাতে অংশ নিতে পারে। যুক্তরাষ্ট্র বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা দেখতে চায় বলেও জানান তিনি। কিরবি বলেন, পৃথিবীর অন্যান্য জায়গার মতো আমরা বাংলাদেশেও মানবাধিকারের প্রতিষ্ঠা, সংবাদ এবং মতপ্রকাশের স্বাধীনতা দেখতে চাই।

Share this

Related Posts

Previous
Next Post »