নীলফামারীতে জামায়াত নেতাসহ গ্রেফতার ২০

নীলফামারীতে গত ২৪ ঘণ্টায় পুলিশি অভিযানে  জামায়াত নেতাসহ ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জেলার ছয়টি উপজেলায় পুলিশ এ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার চার্জশিটভুক্ত ও পলাতক এ সকল আসামিদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত জামায়াত নেতা হলেন- আনোয়ারুল ইলাম (৩৮)। তিনি জেলার জলঢাকা উপজেলার কাঁঠালী দেশীবাই গ্রামের মহুবর রহমানের ছেলে।

গতকাল সোমবার রাত থেকে আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়েছে। এ নিয়ে গত ৬ দিনে জেলায় ১৭০ জনকে গ্রেফতার করা হয়েছে। জেলা পুলিশের কন্ট্রোল রুম সূত্র মতে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতা, চুরি, ডাকাতি ও সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে। তারা দীর্ঘ দিন ধরে পলাতক ছিল।

আজ মঙ্গলবার গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেন সাংবাদিকদের জানান, পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

সুত্রঃ শীর্ষ নিউজ

Share this

Related Posts

Previous
Next Post »