আসসালামু আলাইকুম।
আশা করি সকলেই ভালো আছেন।
সকলেই আমার সালাম নিবেন।
আশা করি সকলেই ভালো আছেন।
সকলেই আমার সালাম নিবেন।
যেহেতু মুসলিম প্রধান দেশ বাংলাদেশ, আর আমিও মুসলিম তাই সালাম দিয়েই শুরু করলাম।
তার পরেও ভিন্নধর্মী ভাইদের জন্যও আমার সালাম( আসসালামু আলাইকুম মানিত্বায়াল হুদা)।
তার পরেও ভিন্নধর্মী ভাইদের জন্যও আমার সালাম( আসসালামু আলাইকুম মানিত্বায়াল হুদা)।
ভাবলাম কিছু একটা না লেখলেই নয়।
তাই আমার এই লেখা।
তাই আমার এই লেখা।
সম্পাদকীয় পাতায় এটাই আমার প্রথম লেখে।
প্রায় ২ ঘন্টা ভাবতে লাগলাম হেডলাইন কি দেওয়া যায়?
প্রায় ২ ঘন্টা ভাবতে লাগলাম হেডলাইন কি দেওয়া যায়?
অনেক ভেবে-চিন্তে "বর্তমান বাংলাদেশ ও তথাকথিত ভারতীয় প্রদর্শন "
এই হেডলাইনটা দিলাম।
এই হেডলাইনটা দিলাম।
প্রথম পোস্টতো তাই একটু বেশে বকবক করে ফেললাম।
যা হোক কাজের কথায় আসি;;;;;.
যা হোক কাজের কথায় আসি;;;;;.
দোকানে বসে চা খাচ্ছিলাম আমার সাথে কিছু পাড়াটে বন্ধুও ছিলো,
সকলেই বসে "সনি আটের আদালত দেখতে লাগলাম"
একজন বৃদ্ধ লোক এসে বল্লো,
সকলেই বসে "সনি আটের আদালত দেখতে লাগলাম"
একজন বৃদ্ধ লোক এসে বল্লো,
"অডা কি হবর চলে চাচোনা।'
কে কান দেয় কার কথায়!
একজন উঠে বল্লো,
ওয়া নেতা অইগিয়োদেনা?
এতো খবর কিয়োল্লাই?
কে কান দেয় কার কথায়!
একজন উঠে বল্লো,
ওয়া নেতা অইগিয়োদেনা?
এতো খবর কিয়োল্লাই?
এদিকে নাকি বাসা বাড়িতেও স্টার জলসার কিরণ জ্বালা নাটক না দেখলে
খালা আম্মাদের আরামের ঘুম হারাম হয়ে যায়।
খালা আম্মাদের আরামের ঘুম হারাম হয়ে যায়।
সাথে আপুরাতো আছেই তাদের পড়ালেখা ফেলে।
বলতে চাচ্ছিলাম "বর্তমান বাংলাদেশ ও তথাকথিত ভারতীয় প্রদর্শন" নিয়ে।
ইসলামিক দৃষ্টিতে রাজ্য কর্তার (নেতা বা নেত্রী) দোষ গুন আম সাধারনের জানার অধিকার আছে।
(তা ছাড়া মহলার আনুগত্য ইসলামে সম্পূর্ণ হারাম।)
(তা ছাড়া মহলার আনুগত্য ইসলামে সম্পূর্ণ হারাম।)
আর তা জানার জন্য মুখ্যম হাতিয়ার হচ্ছে মিডিয়া।
কিন্তু আমাদের দেশের মিডিয়ার এখন চরম দুর্ভোগ।
সত্য বললে হয় মিডিয়া বন্ধ করা হবে নয় তো সম্পাদকের জেল আর রিপোর্টারের খুন হতে হবে।
সত্য বললে হয় মিডিয়া বন্ধ করা হবে নয় তো সম্পাদকের জেল আর রিপোর্টারের খুন হতে হবে।
আর এই ভয়ে সত্যের বিলুপ্তি হচ্চে মিথ্যার কাছে।
সকল মিডিয়াতেই শুনা ও দেখা যায় সরকারি দলের জয়, যোগ্যতা ও দেশ পরিচালনার সাফল্যের কথা।
যার কারনে আম-পাবলিক বলে সরকারতো দেহি পুরাদমেই দেশ চালানো শিইক্ষা গেছেগা আমরা আর খবর দেইখা কি করুম।
সকল মিডিয়াতেই শুনা ও দেখা যায় সরকারি দলের জয়, যোগ্যতা ও দেশ পরিচালনার সাফল্যের কথা।
যার কারনে আম-পাবলিক বলে সরকারতো দেহি পুরাদমেই দেশ চালানো শিইক্ষা গেছেগা আমরা আর খবর দেইখা কি করুম।
যার কারণে হয়তো হিন্দি ফ্লীম না হয় স্টার জলসা নিয়ে ব্যাস্ত সকল পরিবার।
এতো গেলো ভারতীয় স্যাটেলাইট।
এতো গেলো ভারতীয় স্যাটেলাইট।
কিন্তু গিয়েও যাচ্ছে না!
দেশের কিছু লাল চেহারার যৌন কর্মা আপা আছে যারা এই সুযোগটাকে কাজে লাগিয়ে ভারতের চেয়েও নোংরা ছায়াছবি করতে দিধাভোদ করতেছেনা।
কিছুদিন আগে এক সময় ছিলো যখন মা,বাবা,ভাই,বোন অর্থাৎ পরিবারের সকলে মিলে ছবি দেখতো আর চোখের পানির ঝর্না বহাতো।
আর এখন ছবি দেখলে মনে হয় আমার দেশটা মুসলিম প্রধান ৩ হয়েও ভারতের মতো উলঙ্গ হয়ে যাচ্ছে।
আজ আমরা বলছি আমরা গর্ভিত বাঙালি কিছুদিন পরে হয়তো এই কথা বলতে লজ্জাবোধ করবে নয়তো বলাত সাহষ আর থাকবেনা।
কারন তখন ভারত+বাংলাদেশ + পাকিস্তান এক হয়ে এক হয়ে যাবে।
আর তারা হবে ভারতীয়।
কারন তখন ভারত+বাংলাদেশ + পাকিস্তান এক হয়ে এক হয়ে যাবে।
আর তারা হবে ভারতীয়।
একথা শুধু আমি নয়
পরিশেষে বলবো,
আপনার এক টকার অভাবে অনেক সময় হাজার টাকার ঘাটতি পূরণ করতে হয়।
ঠিক তেমনিই একটু শুক্ষ চিন্তার অভাবে হারিয়ে ফেলতে পারি আমাদের এই দেশের ইসলামিক সভ্যতা।
আপনার এক টকার অভাবে অনেক সময় হাজার টাকার ঘাটতি পূরণ করতে হয়।
ঠিক তেমনিই একটু শুক্ষ চিন্তার অভাবে হারিয়ে ফেলতে পারি আমাদের এই দেশের ইসলামিক সভ্যতা।
তাই আসুন, আমরা নিজেদের মধ্যেই সচেতনতা গড়ে তুলি।
বাংলার ইজ্জত রক্ষা করি।
বাংলার ইজ্জত রক্ষা করি।