উত্তর : মহিলাদের জন্য কবর যিয়ারত
করা জায়েয। আয়েশা (রাঃ) তার ভাই
আব্দুর রহমান বিন আবুবকর (রাঃ)-এর কবর
যিয়ারত করার সময় তাকে বলা হ’ল
রাসূলুল্লাহ (ছাঃ) কি কবর যিয়ারত
করতে নিষেধ করেননি? তিনি বললেন,
হ্যাঁ নিষেধ করেছিলেন। তবে পরে তিনি
কবর যিয়ারত করার অনুমতি দিয়েছেন
(মুসনাদে আবু ইয়া‘লা হা/৪৮৭১; ইরওয়া
হা/৭৭৫; সনদ ছহীহ, আলবানী, আহকামুল
জানায়েয ১/৮১)। এছাড়া রাসূলুল্লাহ
(ছাঃ) আয়েশা (রাঃ)-কে কবর
যিয়ারতের দো‘আ শিখিয়ে দিয়েছেন
(মুসলিম হা/৯৭৪; মিশকাত হা/১৭৬৭)। তবে
সেখানে সরবে কান্নাকাটি করা যাবে
না (বুখারী হা/১২৯৭; মিশকাত হা/১৭২৫)।
করা জায়েয। আয়েশা (রাঃ) তার ভাই
আব্দুর রহমান বিন আবুবকর (রাঃ)-এর কবর
যিয়ারত করার সময় তাকে বলা হ’ল
রাসূলুল্লাহ (ছাঃ) কি কবর যিয়ারত
করতে নিষেধ করেননি? তিনি বললেন,
হ্যাঁ নিষেধ করেছিলেন। তবে পরে তিনি
কবর যিয়ারত করার অনুমতি দিয়েছেন
(মুসনাদে আবু ইয়া‘লা হা/৪৮৭১; ইরওয়া
হা/৭৭৫; সনদ ছহীহ, আলবানী, আহকামুল
জানায়েয ১/৮১)। এছাড়া রাসূলুল্লাহ
(ছাঃ) আয়েশা (রাঃ)-কে কবর
যিয়ারতের দো‘আ শিখিয়ে দিয়েছেন
(মুসলিম হা/৯৭৪; মিশকাত হা/১৭৬৭)। তবে
সেখানে সরবে কান্নাকাটি করা যাবে
না (বুখারী হা/১২৯৭; মিশকাত হা/১৭২৫)।