১৯ বছরেও পার্বত্য চট্টগ্রাম
‘পার্বত্য চট্টগ্রামে
সেনাবাহিনী পাহাড়িদের
নয়, শুধু বাঙালিদের'
শান্তি চুক্তি বাস্তবায়িত হয়নি৷
আদিবাসীরা সেখানে অধিকার
বঞ্চিত৷ শান্তি ফেরেনি পার্বত্য
চট্টগ্রামে৷ ডয়চে
ভেলেকে মৃনাল কান্তি ত্রিপুরা
জানালেন, সেখানে সবকিছুই
চলে সেনাবাহিনীর
নিয়ন্ত্রণে৷ তাহলে?
কয়েকদিন আগে এক মত বিনিময়
সভায় অংশ নিতে বাংলাদেশের
বেশ কয়েকজন বিশিষ্টজন
বার্লিনে এসেছিলেন৷
বেসরকারি সংস্থা মালেয়া
ফাউন্ডেশনের কর্ণধার ও
মানবাধিকার কর্মী মৃনাল কান্তি
ত্রিপুরাও এসেছিলেন পার্বত্য
চট্টগ্রামে আদিবাসীদের
বর্তমান অবস্থা সম্পর্কে কথা
বলতে৷ সেখানেই তাঁর
সাক্ষাৎকার নেন ডয়চে
ভেলের দেবারতি গুহ৷
১৯৯৭ সালে স্বাক্ষরিত হয়
পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি৷
চুক্তি স্বাক্ষরের পর প্রায় ১৯
বছর পেরিয়ে গেলেও
এখনো কেন চুক্তিটি বাস্তবায়িত
হয়নি? চুক্তি বাস্তবায়িত না হওয়ার
জন্য সরকারের সদিচ্ছার
অভাবকেই দায়ী করে মৃনাল
কান্তি ত্রিপুরা বলেন, ‘‘সরকার এবং
রাষ্ট্র যাঁরা চালায় তাঁরা এটা বাস্তবায়ন
করছে না৷ আমরা চাই আমাদের
পরিচয় টিকিয়ে রাখতে, নিজস্ব
সত্ত্বা নিয়ে থাকতে৷ কিন্তু তা
ক্রমশই কঠিন হয়ে পড়ছে৷''
DW