রমজান মাসে ইসলামিক স্টেট-এর
বাংলাদেশি নেতার নাম ঘোষণা করা
হবে৷ যুদ্ধবিষয়ক মার্কিন গবেষণা
প্রতিষ্ঠান স্টাডি অফ ওয়ারের
প্রতিবেদনে এ দাবি করা হয়৷ এর
আগে আবু ইব্রাহিম নামের
একজনকে বাংলাদেশি ফ্রন্টের
নেতা বলে জানানো হয়েছিল৷
স্টাডি অফ ওয়ার বা আইএসডাব্লিউ-র
ঐ প্রতিবেদনে দাবি করা হয় ,
আগামী রমজান মাস, অর্থাৎ ৬ জুন
থেকে ৫ জুলাইয়ের মধ্যেই
ঘোষণা করা হবে ইসলামিক
স্টেট অফ বাংলাদেশ বা আইএসবি
প্রধানের নাম৷
বলা বাহুল্য, রমজান মাসকে
সামনে রেখেই তথাকথিত
ইসলামিক স্টেট বা আইএস তাদের
নতুন প্রচারণা শুরু করতে যাচ্ছে৷
এই প্রচারণায় ঐতিহাসিকভাবে
মুসলিম ভূখণ্ড উত্তর আফ্রিকা ওব
দক্ষিণ-পূর্ব এশিয়া ছাড়াও
বাংলাদেশকে ‘টার্গেট' করা
হয়েছে৷
DW
বাংলাদেশি নেতার নাম ঘোষণা করা
হবে৷ যুদ্ধবিষয়ক মার্কিন গবেষণা
প্রতিষ্ঠান স্টাডি অফ ওয়ারের
প্রতিবেদনে এ দাবি করা হয়৷ এর
আগে আবু ইব্রাহিম নামের
একজনকে বাংলাদেশি ফ্রন্টের
নেতা বলে জানানো হয়েছিল৷
স্টাডি অফ ওয়ার বা আইএসডাব্লিউ-র
ঐ প্রতিবেদনে দাবি করা হয় ,
আগামী রমজান মাস, অর্থাৎ ৬ জুন
থেকে ৫ জুলাইয়ের মধ্যেই
ঘোষণা করা হবে ইসলামিক
স্টেট অফ বাংলাদেশ বা আইএসবি
প্রধানের নাম৷
বলা বাহুল্য, রমজান মাসকে
সামনে রেখেই তথাকথিত
ইসলামিক স্টেট বা আইএস তাদের
নতুন প্রচারণা শুরু করতে যাচ্ছে৷
এই প্রচারণায় ঐতিহাসিকভাবে
মুসলিম ভূখণ্ড উত্তর আফ্রিকা ওব
দক্ষিণ-পূর্ব এশিয়া ছাড়াও
বাংলাদেশকে ‘টার্গেট' করা
হয়েছে৷
DW