ফেসবুকে নীল রঙের স্ট্যাটাস দিয়ে বন্ধুদের চমকে দিন

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আমরা কম-বেশি প্রায় সবাই ব্যাবহার করে থাকি। আর এই ব্যাবহার এর মধ্যে অধিকাংশ সময়ে আমরা চ্যাট, লাইকস, স্ট্যাটাস আপডেট, কমেন্টস করে থাকি।
ফেসবুকের অধিকাংশ ব্যাবহারকারিই চান নিজের দেয়া স্ট্যাটাস, কমেন্টস অন্যদের নজর কাটুক। এবং সেই সাথে এর  ফিডব্যাক পান। সবসময়ই অন্যদের থেকে নিজেকে কিছুটা আলাদা করে উপস্থাপন করার প্রচেষ্টা।
ফেসবুকে সাধারণত সবার স্ট্যাটাস ও কমেন্টস কালো রং এর ফন্ট কালারে লিখা থাকে। কিন্তু আপনার দেয়া স্ট্যাটাস ও কমেন্টস যদি নীল রং এর ফন্ট কালারে লিখা হয় তাহলে কিন্তু ব্যাপারটা বেশ আকর্ষণীয় হয়ে উঠবে। এবং সেই সাথে সহজেই অন্যদেরও নজর কাটবে।
নীল রং এর ফন্ট কালারে স্ট্যাটাস আপডেট বা কমেন্টস লিখতে হলে আপনাকে যা করতে হবে :
স্ট্যাটাস আপডেট বা কমেন্টস বক্স এ কার্সর রেখে নিচের কোড গুলো হুবহু টাইপ করে আপনার কাঙ্ক্ষিত কথা টাইপ করুন।
@@[1:[0:1:আপনার স্ট্যাটাস বা কমেন্টস লিখুন]]
তবে এ ক্ষেত্রে বিশেষভাবে মনে রাখতে হবে কোডগুলো লিখার সময় কোডের মধ্যে কোন স্পেস দেওয়া যাবে না।
যেমন ধরুন, I am felling very much lucky লিখে স্ট্যাটাস আপডেট করতে চান তাহলে যেভাবে লিখবেন
@@[1:[0:1:I am felling very much lucky]]
লিখা শেষে পোস্ট বা শেয়ার করে দেখুন লিখাটি নীল রং এর ফন্ট কালারে প্রদর্শন করছে।

Share this

Related Posts

Previous
Next Post »