বাংলাদেশে আই এস বা আল-কায়েদার অস্তিত্ব আছে কি?

পুলিশের হিসেব বলছে ২০১৩ সালের পর থেকে
বাংলাদেশে হত্যা এবং জঙ্গি হামলার ঘটনা ঘটেছে
৩৭টির মতো।
যেখানে ব্লগার, ধর্মান্তরিত খ্রিস্টান, কথিত ইসলাম ধর্মের অবমাননাকারী, বিদেশি নাগরিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিয়া সম্প্রদায়, সমকামী অধিকার কর্মী এবং সর্বশেষ হিন্দু দর্জি হামলার শিকার
হয়েছেন।
একই কায়দায় খুন এবং হামলার পর আইএস এবং আল
কায়েদার দায় স্বীকার এখন নিয়মিত ঘটনায় পরিণত
হয়েছে।
আবুল কালাম আজাদ খোঁজ নিচ্ছিলেন এই দাবিগুলো
যারা করছে, তারা কিভাবে কাজ করছে এবং কেন
এদের ঠেকানো যাচ্ছেনা?
স্টুডিওতে উপস্থাপক শারমিন রমা কথা বলেছেন
সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা আমির খসরু মাহমুদ
চৌধুরীর সাথে।
BBC bangla

Share this

Related Posts

Previous
Next Post »