বাংলাদেশে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় কার্যকরের জন্য কর্তৃপক্ষ প্রস্তুত বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
মন্ত্রী বলেন, কারা কর্তৃপক্ষ রায় কার্যকরের জন্য প্রস্তুত, তবে মি. নিজামীর দিক থেকে এখনো রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন তারা পান নি। তিনি এ আবেদন করেন কিনা - তার ওপরই এখন মৃত্যুদন্ড কার্যকর করা নির্ভর করছে।
বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী, ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিরাপত্তা জোরদার করা হয়েছে, এবং জল্লাদদের ভেতরে নিয়ে যাওয়া হয়েছে।
Image copyrightBBC Bangla
Image caption
দন্ড কার্যকরের আগেকার সব আইনী প্রক্রিয়া শেষ হয়েছে
তার মৃত্যুদন্ডের রায় পুনর্বিবেচনার আবেদন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ খারিজ করে দেয়া রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশের পর আদালতের সব প্রক্রিয়া শেষ হয়ে গেছে। এর পর মি. নিজামীর সামনে একমাত্র রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়ার সুযোগই অবশিষ্ট রয়েছে।
তিনি প্রাণভিক্ষা না চাইলে যে কোন সময় রায় কার্যকর করা হতে পারে।
মি:নিজামীর পরিবারের পক্ষ থেকে এব্যাপারে কোন প্রতিক্রিয়া জানানো হয়নি।
এর আগেই মতিউর রহমান নিজামীকে কাশিমপুর থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসা হয়।