প্রাতিষ্ঠানিক গাড়ি ছাড়া ব্যক্তিগত গাড়িতে পুলিশ,
প্রেস বা কোন স্টিকার ব্যবহার না করার আহ্বান
জানিয়েছে ঢাকার পুলিশ।
ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোঃ. আসাদুজ্জামান মিয়া
বলেন, ''আপনি পুলিশের লোক না হলেও যদি
পুলিশের পোশাক পড়েন, সেটি কি বেআইনি নয়?
সাংবাদিক না হয়েও সাংবাদিকের এজেন্ডা ঝোলালেন,
সেটা কি বেআইনি নয়?''
বাংলাদেশর রাস্তায় বিভিন্ন ধরণের যানবাহনে পুলিশ,
প্রেস, সিটি কর্পোরেশন, আইনজীবী, ডাক্তার
ইত্যাদি লেখা দেখা যায়।
বুধবার একটি সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার
আসাদুজ্জামান মিয়া বলছেন, ''এরকম আলগা স্টিকার
লাগালে হয়তো বেশিরভাগ সঠিক, কিন্তু কেউ কেউ
এটির অপব্যবহারও করবে। হয়তো কোন
সন্ত্রাসী এই সুযোগে এ ধরণের স্টিকার লাগিয়ে
অপরাধ করবে। এটা তো আপনাদের পেশার জন্য
গৌরবের হতে পারেনা।''
তাই কারো ব্যক্তিগত গাড়িতে এ ধরণের স্টিকার বা
পরিচয় ব্যবহার না করার জন্য তিনি আহ্বান জানান।
তিনি বলেন, ''এটি তর্ক বিতর্কের বিষয় না। আমাদের
উদ্দেশ্য সৎ। সন্ত্রাস দমন, মাদক ও জঙ্গি দমনের
জন্য, যানজট সহনীয় করার জন্য সব পেশার মানুষকে
অনুরোধ করছি, আমাদের সহযোগিতা করুন।''
এ ধরণের গাড়ির বিরুদ্ধে পুলিশ অভিযান শুরু করেছে
বলে তিনি জানান।
অভিযোগ আছে, বেআইনি সুবিধা নিতে এ ধরণের
স্টিকার লাগানো হয়।
প্রসঙ্গত, এর আগেও এ ধরণের লেখা ব্যবহার না
করতে আহ্বান জানিয়েছে পুলিশ।
বিআরটিএ আইন অনুযায়ী, গাড়ির নাম্বার প্লেটে
শুধুমাত্র রেজিস্টেশন নাম্বার ছাড়া অন্য কোন
ধরণের লেখা নিষেধ। যদিও বাংলাদেশের
মোটরসাইকেল এবং গাড়িতে এ ধরণের লেখাও
দেখা যায়।
এ ধরণের লেখা সম্বলিত যানবাহনের বিরুদ্ধে অভিযান
চালানো হলেও, কয়েকদিন পরে সেসব অভিযান
থেমে যায়।
bbc bangla
প্রেস বা কোন স্টিকার ব্যবহার না করার আহ্বান
জানিয়েছে ঢাকার পুলিশ।
ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোঃ. আসাদুজ্জামান মিয়া
বলেন, ''আপনি পুলিশের লোক না হলেও যদি
পুলিশের পোশাক পড়েন, সেটি কি বেআইনি নয়?
সাংবাদিক না হয়েও সাংবাদিকের এজেন্ডা ঝোলালেন,
সেটা কি বেআইনি নয়?''
বাংলাদেশর রাস্তায় বিভিন্ন ধরণের যানবাহনে পুলিশ,
প্রেস, সিটি কর্পোরেশন, আইনজীবী, ডাক্তার
ইত্যাদি লেখা দেখা যায়।
বুধবার একটি সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার
আসাদুজ্জামান মিয়া বলছেন, ''এরকম আলগা স্টিকার
লাগালে হয়তো বেশিরভাগ সঠিক, কিন্তু কেউ কেউ
এটির অপব্যবহারও করবে। হয়তো কোন
সন্ত্রাসী এই সুযোগে এ ধরণের স্টিকার লাগিয়ে
অপরাধ করবে। এটা তো আপনাদের পেশার জন্য
গৌরবের হতে পারেনা।''
তাই কারো ব্যক্তিগত গাড়িতে এ ধরণের স্টিকার বা
পরিচয় ব্যবহার না করার জন্য তিনি আহ্বান জানান।
তিনি বলেন, ''এটি তর্ক বিতর্কের বিষয় না। আমাদের
উদ্দেশ্য সৎ। সন্ত্রাস দমন, মাদক ও জঙ্গি দমনের
জন্য, যানজট সহনীয় করার জন্য সব পেশার মানুষকে
অনুরোধ করছি, আমাদের সহযোগিতা করুন।''
এ ধরণের গাড়ির বিরুদ্ধে পুলিশ অভিযান শুরু করেছে
বলে তিনি জানান।
অভিযোগ আছে, বেআইনি সুবিধা নিতে এ ধরণের
স্টিকার লাগানো হয়।
প্রসঙ্গত, এর আগেও এ ধরণের লেখা ব্যবহার না
করতে আহ্বান জানিয়েছে পুলিশ।
বিআরটিএ আইন অনুযায়ী, গাড়ির নাম্বার প্লেটে
শুধুমাত্র রেজিস্টেশন নাম্বার ছাড়া অন্য কোন
ধরণের লেখা নিষেধ। যদিও বাংলাদেশের
মোটরসাইকেল এবং গাড়িতে এ ধরণের লেখাও
দেখা যায়।
এ ধরণের লেখা সম্বলিত যানবাহনের বিরুদ্ধে অভিযান
চালানো হলেও, কয়েকদিন পরে সেসব অভিযান
থেমে যায়।
bbc bangla