বর্ষবরণে যৌন নিপীড়ন: ফের পেছালো পুনঃতদন্ত প্রতিবেদন জমা

পহেলা বৈশাখে বর্ষবরণের উৎসবে নারীদের উপর যৌন নিপীড়নের মামলার পুনঃতদন্ত প্রতিবেদন দাখিলে পুলিশের তদন্ত ব্যুরোকে (পিবিআই) আবারও সময় দিয়েছে আদালত।


মঙ্গলবার নির্ধারিত দিনে পিবিআই প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম এ কে এম মঈনুদ্দীন ২ জুন দিন ঠিক করেন।


আদালত পুলিশের প্রসিকিউশন বিভাগের সহকারী কমিশনার মিরাশ উদ্দিন জানান, পিবিআই মামলাটির পুনঃতদন্তের দায়িত্ব পাওয়ার পর প্রতিবেদন দাখিলের তারিখ তৃতীয়বারের মতো পেছালো।

তদন্তের জন্য গঠিত পুলিশের এই বিশেষ সংস্থাকে এর আগে ২৩ মার্চ ও ১৭ এপ্রিল দুই দফায় সময় দেয় আদালত।

২০১৫ সালের ১৪ এপ্রিল বর্ষবরণের উৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় যৌন নিপীড়নের এই ঘটনা প্রথমে এড়িয়ে যেতে চাইলেও নারী ও ছাত্র সংগঠনগুলোর আন্দোলনের মুখে পুলিশ একটি মামলা করে।

ভিডিও ফুটেজ বিশ্লেষণের পর আট লাঞ্ছনাকারীর ছবি প্রকাশ করে তাদের ধরিয়ে দিতে লাখ টাকা পুরস্কারও ঘোষণা করে পুলিশ।

তারপর চিহ্নিত এসব অপরাধীদের খোঁজ পাওয়া যায়নি উল্লেখ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক দীপক কুমার দাস।

এর মধ্য দিয়ে শাহবাগ থানার এসআই আবুল কালাম আজাদের করা মামলাটির ইতিই ঘটেছিল। কিন্তু গত ডিসেম্বরে চিহ্নিত একজনকে পুলিশ গ্রেপ্তার করার পর মামলাটি পুনরুজ্জীবিত হয়।

এরপর চলতি বছর ২৩ ফেব্রুয়ারি ডিবির দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ না করে ঢাকার ৩ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জয়শ্রী সমাদ্দার মামলাটি পুনঃতদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেন।
bdnews24

Share this

Related Posts

Previous
Next Post »