নীলফামারীর সৈয়দপুর উপজেলায় এক সেনা সদস্যকে পেটানোর মামলায় কামারপুকুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিকো আহমেদকে কারাগারে পাঠিয়েছে আদালত।
মঙ্গলবার বেলা ১২টার দিকে জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক আকরাম হোসেন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে আদালতের জিআরও আমিনুল ইসলাম জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০১৪ সালের ১২ অক্টোবর কাপ্তাই সেনানিবাস থেকে বদলি হয়ে সৈয়দপুর সেনানিবাসের সদর দপ্তর ২২২ পদাধিক ব্রিগেডে যোগদানের জন্য সৈয়দপুর আসেন ওয়ারেন্ট অফিসার মফিজুর রহমান।
“এ সময় শহরের জিকরুল হক রোডে ইউপি চেয়ারম্যান জিকোর রেস্ট হাউজে থাকার সময় জিকো ও তার লোকজন ওয়ারেন্ট অফিসারের কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।”
চাঁদা দিতে অস্বীকার করলে ধারালো অস্ত্র দিয়ে তাকে গুরুতর জখম করে সাথে থাকা ৮ হাজার ৭০০ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।
এ ঘটনায় চেয়ারম্যান জিকোসহ আটজনের বিরুদ্ধে সৈয়দপুর থানায় মামলা করেন ওয়ারেন্ট অফিসার।
মামলার তদন্তকারী কর্মকর্তা সৈয়দপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল আউয়াল ২০১৪ সালের ৩ ডিসেম্বর আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।
bdnews24