শাহজালালে বিমানের টয়লেটে সাড়ে ১০ কেজি সোনা



হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাংকক থেকে আসা বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজের টয়লেট থেকে সাড়ে ১০ কেজি সোনা উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের কর্মকর্তারা।

এ ঘটনায় কাউকে আটক করতে পারেননি তারা।

শুল্ক বিভাগের সহকারী কমিশনার রিয়াদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে বাংলাদেশ বিমানের বিজি ০৮৯ ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
আগে থেকে খবর পেয়ে ঢাকা কাস্টমস হাউজের কর্মকর্তার বিমানের টয়লেট থেকে ১০.৩৩ কেজি সোনা উদ্ধার করে।
উদ্ধার সোনার মধ্যে এক কেজি ওজনের আটটি বার ও ১০ তুলা ওজনের ২০টি সোনার বার রয়েছে।
উদ্ধার সোনার আনুমানিক মূল্য সোয়া পাঁচ কোটি টাকা বলে জানান শুল্ক কর্মকর্তা রিয়াদুল ইসলাম।
bdnews24

Share this

Related Posts

Previous
Next Post »