কিভাবে ফেসবুকে নির্দিষ্ট টাইপের কোন গ্রুপ (পাবলিক /ক্লোসড) সার্চ করবেন ।

সাধারণত আমরা যখন ফেসবুকে কোন গ্রুপ এর জন্য সার্চ দেই তখন এলোমেলো করে অনেক গ্রুপ চলে আসে।
তার মধ্যে পাবলিক গ্রুপ আর ক্লোসড গ্রুপের মিক্সিং। যেমনটি নিচের ছবিটিতেঃ

এখন যদি আপনার শুধু পাবলিক গ্রুপ গুলোর দরকার হয় অথবা শুধু ক্লোসড গ্রুপ গুলোর দরকার হয় তাহলে আপনার চোখ ছানাবড়া  😯 হওয়াটাই স্বাভাবিক। কারন একটি একটি করে গ্রুপ বের করা অনেক ঝামেলাপূর্ণ একটা কাজ। 😯
কিন্তু আপনার কাজটা যদি নিচের ছবিটার মতো হয়, তাহলে কেমন হয় :-)
how to find facebook open group list
এটাই আজকের টিউনের প্রধান বিষয়। খুব সহজেই আপনি খুজে পাবেন একই নামের সব পাবলিক গ্রুপ অথবা ক্লোসড গ্রুপ। 😀
সেটাও আবার খুবই সহজ একটা ট্রিকস দিয়েঃ 😆

https://www.facebook.com/search/open/groups-privacy/str/career%20source/groups-named/intersect

এটা পাবলিক / ওপেন গ্রুপ সার্চের ট্রিকস। লিংক টায় open এর জায়গাতে closed লিখে দিলে সে ক্লোসড গ্রুপের লিস্ট নিয়ে হাজির হবে। আর যেখানে career%20source লিখাটি আছে সেখানে আপনার কাংখিত গ্রুপটির নাম লিখে দিতে হবে। নামে মধ্যে স্পেস বা ফাকা জায়গা থাকলে সেটির পরিবর্তে %২০ লিখতে হবে। যেমনঃ গ্রুপের নামঃ career source তাহলে লিখতে হবে career%20source। ব্যাস হয়ে গেল কঠিন কাজটি পানির মতো সহজ।

Share this

Related Posts

Previous
Next Post »