ফ্রেন্ড এর পিসিতে আপনার ফেসবুক লগ ইন করেছেন কিন্তু লগ আউট করতে মনে নাই, সমস্যা নাই সমাধান এখানে
অন্য কোথাও আপনি ফেসবুক ব্যবহার করেছিলেন কিন্তু বাসায় এসে মনে হল লগ আউট করতে ভুলে গেছেন। আপনি আপনার পিসি থেকেই লগআউট করে ফেলতে পারবেন। তার জন্য নিচের ধাপ অনুস্বরণ করুন।
1. আপনার ফেজবুকে লগইন করুন।
2. একাউন্ট সেটিংসে যান। নিচে দেখুন...................
3. security তে ক্লিক করুন, নিচে দেখুন........................
4. active sessions এ ক্লিক করুন, নিচে দেখুন....................
5. এখন Current Session এ আপনার চলতি PC এর তথ্য দেখাবে আর Also Active এ শিরোনামে লগইন সক্রিয় আছে এমন কম্পিউটারের সময়, ডিভাইসের নাম, কোন শহর, আইপি এডড্রেস কি, কোন ব্রাউজার, কোন অপারেটিং সিস্টেম তা দেখাবে।, নিচে দেখুন................
6. এবার আপনি End activity তে ক্লিক করুন। ব্যাস আপনার কাজ শেষ। মানে আপনাকে আর দুশ্চিন্তা করত হবেনা, আপনার ফেজবুক অন্যের পিসি থেকে লগআউট হয়ে গেছে।