ব্রণ দূর করতে কমলার খোসা ও লেবুর রস!

নানা কারণে ব্রণ হতে পারে—অতিরিক্ত তৈলাক্ত ত্বক, খুশকির সমস্যা, সূর্যের ক্ষতিকর রশ্মি, ভুল ডায়েট, অপর্যাপ্ত ঘুম ও অপরিষ্কার থাকা।
এগুলো এড়িয়ে চলার পাশাপাশি নিয়মিত মুখে কমলার খোসা ও লেবুর রস ব্যবহার করতে পারেন। এতে ব্রণ দূর হওয়ার পাশাপাশি ব্রণের দাগও দূর হবে এবং ত্বক উজ্জ্বল হবে।
কীভাবে মুখে কমলার খোসা ও লেবুর রস ব্যবহার করবেন, সে সম্বন্ধে পরামর্শ দেওয়া হয়েছে বোল্ডস্কাই ওয়েবসাইটের লাইফস্টাইল বিভাগে। একনজরে চোখ বুলিয়ে নিন।
যা যা লাগবে
দুই টেবিল চামচ কমলার খোসা বাটা ও দুই টেবিল চামচ লেবুর রস। কমলার খোসায় প্রাকৃতিক এসিড ও প্রচুর পরিমাণে ভিটামিন-সি রয়েছে, যা ব্রণ দূর করতে বেশ কার্যকর। এ ছাড়া এর অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান ব্রণের জীবাণু ধ্বংস করে। আর ভিটামিন-সি ত্বকের পানিশূন্যতা দূর করে এবং ত্বক নরম রাখে। অন্যদিকে লেবুর রস প্রাকৃতিক ব্লিচের কাজ করে। এ ছাড়া এই উপাদান ব্রণের জীবাণু ধ্বংস করে এবং ব্রণের দাগ দূর করে ত্বক উজ্জ্বল করে।
যেভাবে ব্যবহার করবেন
প্রথমে একটি বাটিতে কমলার খোসা বাটা ও লেবুর রস একসঙ্গে ভালো করে মিশিয়ে নিন। এই প্যাক মুখে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন। এবার হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

Share this

Related Posts

Previous
Next Post »