বাংলাদেশের ঢাকার গ্রিন রোডের আমবাগান
বস্তিতে আগুন লেগেছে।
ফার্মগেটের কাছে গ্রিন সুপার মার্কেটের
পেছনে এই বস্তিটি অবস্থিত।
দমকল বিভাগের দায়িত্বরত কর্মকর্তা পলাশ চন্দ্র
মোদক বিবিসিকে জানান, বুধবার সকাল সাড়ে ৮টার
দিকে গ্রিনরোডের গ্রিন সুপার মার্কেটের
পেছনের বস্তিতে আগুন লেগেছে।
খবর পেয়ে দমকল বিভাগের ১১টি ইউনিট আগুন
নেভানোর কাজ শুরু করে।
সকাল ১১টা নাগাদ আগুনটি অনেকটাই নিয়ন্ত্রণে
এসেছে বলে দমকল বিভাগ জানিয়েছে।
তবে কিভাবে আগুন লেগেছে বা ক্ষয়ক্ষতি
সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।
আগুনে হতাহতের বিষয়েও কোন খবর পাওয়া যায়নি।
bbc bangla
বস্তিতে আগুন লেগেছে।
ফার্মগেটের কাছে গ্রিন সুপার মার্কেটের
পেছনে এই বস্তিটি অবস্থিত।
দমকল বিভাগের দায়িত্বরত কর্মকর্তা পলাশ চন্দ্র
মোদক বিবিসিকে জানান, বুধবার সকাল সাড়ে ৮টার
দিকে গ্রিনরোডের গ্রিন সুপার মার্কেটের
পেছনের বস্তিতে আগুন লেগেছে।
খবর পেয়ে দমকল বিভাগের ১১টি ইউনিট আগুন
নেভানোর কাজ শুরু করে।
সকাল ১১টা নাগাদ আগুনটি অনেকটাই নিয়ন্ত্রণে
এসেছে বলে দমকল বিভাগ জানিয়েছে।
তবে কিভাবে আগুন লেগেছে বা ক্ষয়ক্ষতি
সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।
আগুনে হতাহতের বিষয়েও কোন খবর পাওয়া যায়নি।
bbc bangla