ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের প্রাইমারিতে রিপাবলিকান
ডোনাল্ড ট্রাম্পের কাছে বড় হারের পর
আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের
মনোনয়নের দৌড় থেকে সরে দাঁড়িয়েছেন
টেড ক্রুজ।
ফলে ডোনাল্ড ট্রাম্পের মনোনয়নের বিষয়টি
অনেকটাই নিশ্চিত হয়ে গেলো।
যদিও তার এই ঘোষণার পর মি. ক্রুজকে একজন শক্ত
আর চৌকস প্রতিদ্বন্দ্বী বলে বর্ণনা করেছে
ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এর আগে দুজনেই একে
অপরকে আক্রমণ করে বক্তব্য দিয়েছেন।
ইন্ডিয়ানাই ছিল ডোনাল্ড ট্রাম্পকে ঠেকানোর জন্য
টেড ক্রুজের শেষ সুযোগ। তারা সেই চেষ্টাও
করেছেন। কিন্তু তাতে কোন কাজ হয়নি।
যেমনটা টেড ক্রুজ বলেছেন, আমরা আমাদের
সাধ্যমত সব করেছি। কিন্তু ভোটাররা অন্য পথ
বেছে নিয়েছেন।
ডেমোক্রেটিক পার্টির প্রাইমারিতে হিলারি
ক্লিনটনকে পেছনে ফেলে এগিয়ে রয়েছেন
বার্নি স্যান্ডার্স।
bbc bangla
ডোনাল্ড ট্রাম্পের কাছে বড় হারের পর
আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের
মনোনয়নের দৌড় থেকে সরে দাঁড়িয়েছেন
টেড ক্রুজ।
ফলে ডোনাল্ড ট্রাম্পের মনোনয়নের বিষয়টি
অনেকটাই নিশ্চিত হয়ে গেলো।
যদিও তার এই ঘোষণার পর মি. ক্রুজকে একজন শক্ত
আর চৌকস প্রতিদ্বন্দ্বী বলে বর্ণনা করেছে
ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এর আগে দুজনেই একে
অপরকে আক্রমণ করে বক্তব্য দিয়েছেন।
ইন্ডিয়ানাই ছিল ডোনাল্ড ট্রাম্পকে ঠেকানোর জন্য
টেড ক্রুজের শেষ সুযোগ। তারা সেই চেষ্টাও
করেছেন। কিন্তু তাতে কোন কাজ হয়নি।
যেমনটা টেড ক্রুজ বলেছেন, আমরা আমাদের
সাধ্যমত সব করেছি। কিন্তু ভোটাররা অন্য পথ
বেছে নিয়েছেন।
ডেমোক্রেটিক পার্টির প্রাইমারিতে হিলারি
ক্লিনটনকে পেছনে ফেলে এগিয়ে রয়েছেন
বার্নি স্যান্ডার্স।
bbc bangla