ফেসবুক কি?
ফেইসবুক বা ফেসবুক (ফেবু হিসাবে
সংক্ষিপ্ত) বিশ্ব-সামাজিক
আন্তঃযোগাযোগ ব্যবস্থার একটি ওয়েব সাইট
যা ২০০৪ সালের ফ্রেবুয়ারী ৪ তারিখে
প্রতিষ্ঠিত হয়। এটিতে নিখরচায় সদস্য হওয়া
যায়। এর মালিক হলো মার্ক জাকারবারগ ।
ব্যবহারকারীগণ বন্ধু সংযোজন, বার্তা প্রেরণ
এবং তাদের ব্যক্তিগত তথ্যাবলী হালনাগাদ ও
আদান প্রদান করতে পারেন, সেই সাথে একজন
ব্যবহারকারী শহর, কর্মস্থল, বিদ্যালয় এবং
অঞ্চল-ভিক্তিক নেটওয়ার্কেও যুক্ত হতে
পারেন। শিক্ষাবর্ষের শুরুতে ছাত্র-ছাত্রীদের
মধ্যকার উত্তম জানাশোনাকে উপলক্ষ করে
বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক প্রদত্ত বইয়ের
নাম থেকে এই ওয়েবসাইটটির নামকরণ করা
হয়েছে।
সংক্ষিপ্ত) বিশ্ব-সামাজিক
আন্তঃযোগাযোগ ব্যবস্থার একটি ওয়েব সাইট
যা ২০০৪ সালের ফ্রেবুয়ারী ৪ তারিখে
প্রতিষ্ঠিত হয়। এটিতে নিখরচায় সদস্য হওয়া
যায়। এর মালিক হলো মার্ক জাকারবারগ ।
ব্যবহারকারীগণ বন্ধু সংযোজন, বার্তা প্রেরণ
এবং তাদের ব্যক্তিগত তথ্যাবলী হালনাগাদ ও
আদান প্রদান করতে পারেন, সেই সাথে একজন
ব্যবহারকারী শহর, কর্মস্থল, বিদ্যালয় এবং
অঞ্চল-ভিক্তিক নেটওয়ার্কেও যুক্ত হতে
পারেন। শিক্ষাবর্ষের শুরুতে ছাত্র-ছাত্রীদের
মধ্যকার উত্তম জানাশোনাকে উপলক্ষ করে
বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক প্রদত্ত বইয়ের
নাম থেকে এই ওয়েবসাইটটির নামকরণ করা
হয়েছে।
ফেবুর অবস্থান ও হেড কোয়াটার্স
সম্পর্কিত তথ্যাদি।
সম্পর্কিত তথ্যাদি।
মার্ক জাকারবার্গ হার্ভাড বিশ্ববিদ্যালয়ে
অধ্যয়নকালীন তার কক্ষনিবাসী ও কম্পিউটার
বিজ্ঞান বিষয়ের ছাত্র এডওয়ার্ডো
সেভারিন, ডাস্টিন মস্কোভিত্স এবং ক্রিস
হিউজেসের যৌথ প্রচেষ্টায় ফেসবুক নির্মাণ
করেন। ওয়েবসাইটটির সদস্য
প্রাথমিকভাবে হার্ভাড বিশ্ববিদ্যালয়ের
ছাত্র-ছাত্রীদের মধ্যেই সীমাবদ্ধ ছিল, কিন্তু
পরে সেটা বোস্টন শহরের অন্যান্য কলেজ,
আইভি লীগ এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়
পর্যন্ত সম্প্রসারিত হয়। আরো পরে এটা সমস্ত
বিশ্ববিদ্যালয়, কলেজ, হাই স্কুল এবং ১৩ বছর
বা ততোধিক বয়স্কদের জন্য উন্মুক্ত করা হয়।
সারাবিশ্বে বর্তমানে এই ওয়েবসাইটটি
ব্যবহার করছেন ৩০০ মিলিয়ন কার্যকরী সদস্য।
ফেব্রুয়ারি ২০১৫ সালের হিসাব অনুযায়ী
ফেসবুকের মূলধন ২১২ বিলিয়ন ডলারে গিয়ে
উঠেছে।
২০১১ সালের শুরুর দিকে ফেসবুক ঘোষনা করে
তাদের নতুন মূল অফিস সান
মাইক্রোসিস্টেমের ক্যাম্পাস ম্যানলো
পার্কে সরানোর পরিকল্পনার কথা।
আমেরিকা এবং কানাডার বাইরে সকল
ব্যবহারকারীর ফেসবুকের আইরিস অধীনস্ত
কোম্পানি "ফেসবুক আয়ারল্যান্ড লি." সাথে
চুক্তিবদ্ধ। এর ফলে যারা ইউরোপ, এশিয়া,
অস্ট্রেলিয়া, আফ্রিকা এবং দক্ষিণ
আমেরিকা থেকে ফেসবুক ব্যবহার করেন
তাদের জন্য কোন আমেরিকান কর ফেসবুককে
দিতে হয় না। ফেসবুক দ্বৈত আইরিশ সমঝোতা
ব্যবহার করছে যার ফলে আন্তজার্তিক আয়ের
উপর তাদের ২-৩% করর্পোরেশ কর দিতে হচ্ছে।
- স্ট্যানফোর্ড রিসার্চ পার্কে ফেসবুকের পূর্বের সদর দফতর সম্মুখ, পালো আলটোর, ক্যালিফোর্নিয়া, ইউএসএ
ম্যানলো পার্কে ফেসবুকের সদর দফতরের সম্মুখ
- ফেসবুকের সদর দফতরের অভ্যন্তরে, ২০১৪
ফেসবুক সম্পর্কিত সুপার টপটেন তথ্য
- পৃথিবীতে প্রতি ১৩ জন লোকের ভিতরে ১ জনের ফেসবুক আইডি আছে।
খুবই স্বাভাবিক ব্যাপার। যতই দিন যাচ্ছে ফেসবুকের জনপ্রিয়তা ততই বাড়ছে।
ফেসবুককে টেক্কা দিতে প্রতিদিন হাজার হাজার নতুন সাইট আসছে। আবার
কালের পরিক্রমায় সব হারিয়ে যাচ্ছে। ফেসবুকের মতো এতো জনপ্রিয় কোনটাই
হতে পারছে না।
- ফেসবুক ৭০টি আলাদা ভাষায় দেখা যায়।
ফেসবুক ব্রাউজ করার জন্য পৃথিবীর ৭০টি আলাদা ভাষা দেয়া আছে। আমি বাঙ্গালি,
আমি বাংলা ভাষায় ফেসবুকের সকল খবরাখবর এবং ইন্টারফেস দেখতে পারবো।
- প্রথমদিকে, ফেসবুকের ইঞ্জিনিয়ারেরা “লাইক” বাটনকে “জটিল” বাটন বলতে চেয়েছিলো।
ফেসবুকের কোডিং করার জন্য যে সকল ইঞ্জিনিয়ারেরা কাজ করতো তারা “লাইক” বাটনটিকে
“অসাম” বাটন নাম দিতে চেয়েছিলো। কিন্তু জুকার বার্গের কারনে তা সম্ভব হয়ে ওঠেনি।
- শতকরা ৮৩% সেক্স কর্মীদের ফেসবুকে নিজস্ব পেজ রয়েছে।
সংক্ষেপে বলি স্বল্প সময়ে অধিক পরিচিতি এবং কাষ্টমার খুঁজতে ফেসবুক পেজ তাদের জন্য
চরম সুফল বয়ে আনে।
- দৈনিক অন্তত ৬ লক্ষ বার ফেসবুককে হ্যাক করার চেষ্টা করা হয়।
সম্ভব হয়ে ওঠে না, কারন হ্যাকারদের আব্বারা ফেসবুকের সফটওয়্যার ইঞ্জিনিয়ার।
- ফেসবুক আপনার প্রতিটা লাইক, টিউমেন্টস, লোকেশন ট্র্যাক করছে।
ভাই, সাবধান। ফেসবুকে উল্টা পাল্টা কিছু করবেন না। উল্টাপাল্টা করলে আপনাকে ধরা
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে ওয়ান টুর ব্যাপার। গুরুতর কিছু করে দেখেন, পরে
টের পাবেন।
- আপনি মার্ক জুকারবার্গকে “ব্লক” করতে পারবেন না।
এটা কি সম্ভব বলেন?? যার জন্য আপনি ফেসবুক ব্যবহার করছেন, তাকে কি ব্লক করতে
পারবেন? চেষ্টা করে দেখেন।
- ফেসবুক “পোক” (Poke) এর অর্থ অ-সংজ্ঞায়িত রেখেছে।
ফেসবুক সব কিছুর ব্যাখ্যা দিয়েছে কিন্তু এই পোকের ব্যাখ্যা দেয়নি। কারন পোকের অর্থ
মোটামুটি সবাই জানে। গুতা মারা।
- প্রতিদিন ফেসবুকে সাড়ে পয়ত্রিশ কোটি ছবি আপলোড করা হয়।
দেড়শ কোটি যদি ফেসবুকের সদস্য হয়, তাহলে পয়ত্রিশ কোটি ছবি আপলোড অস্বাভাবিক
কিছু হওয়ার কথা না।
- প্রতিদিন সাড়ে চুয়াত্তর কোটি লোক ফেসবুক ব্যবহার করে।
এগুলা নিয়ে বেশী ঘাটবেন না, মাথার তার ছিঁড়লে আমরা কোনভাবেই দায়ী নহে।