আমাদের দেশে প্রতি ১২ সেকেন্ডে ১
টি ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয়। আর
বর্তমানে প্রায় ৩ কোটি মানুষ ফেসবুক
ব্যবহার করে। সে তুলনায় টুইটার ব্যবহারকারীর
সংখা অনেক কম। একেবারে ব্যবহার করেনা
তেমন ও না। যারা ব্যবহার করে তারা চাইলে
খুব সহজে ফেসবুকে পাবলিশ করা টিউন
টুইটারে স্বয়ংক্রিয়ভাবে পাবলিশ করাতে
পারেন। এজন্য নিম্নের পদ্ধতি অনুসরণ করুন।
চলুন শুরু করা যাক।
টি ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয়। আর
বর্তমানে প্রায় ৩ কোটি মানুষ ফেসবুক
ব্যবহার করে। সে তুলনায় টুইটার ব্যবহারকারীর
সংখা অনেক কম। একেবারে ব্যবহার করেনা
তেমন ও না। যারা ব্যবহার করে তারা চাইলে
খুব সহজে ফেসবুকে পাবলিশ করা টিউন
টুইটারে স্বয়ংক্রিয়ভাবে পাবলিশ করাতে
পারেন। এজন্য নিম্নের পদ্ধতি অনুসরণ করুন।
চলুন শুরু করা যাক।
স্টেপ ১) প্রথমে টুইটারে ইউজার নাম এবং
পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন।
স্টেপ ২) এরপরে ডানে প্রোফাইল ছবির উপর
ক্লিক করে নিচে সেটিং অপশনে আসুন।
স্টেপ ৩) তারপরে বামে App অপশনে ক্লিক
করুন।
স্টেপ ৪) এরপর Connect to Facebook অপশনে
ক্লিক করুন।
স্টেপ ৫) আপনি যদি আগে থেকে ফেসবুক লগ
ইন থাকেন তাহলে নিছের মত একটি
ইন্টারফেস আসবে। আর যদি না থাকেন
তাহলে ফেসবুকের ইমেইল এবং
পাসওয়ার্ড দিয়ে লগ ইন
করুন,তারপর Ok বাটনে ক্লিক করুন।
স্টেপ ৬) তারপরে নিচের মত একটি
ইন্টারফেস আসবে এখানে চারটি অপশন
থেকে আপনার পছন্দমত একটি সিলেক্ট
করে Ok বাটনে ক্লিক করুন।
স্টেপ ৭) তারপরে নিচের মত একটি
ইন্টারফেস আসবে।
ব্যস হয়ে গেল ফেসবুক-টু-টুইটার কানেক্ট।
এরপর থেকে আপনি যতগুলি ফেসবুকে
স্ট্যাটাস দিবেন তা স্বয়ংক্রিয়ভাবে
টুইটারে প্রকাশ পাবে। আশা করি যাদের
টুইটারে অ্যাকাউন্ট নেই তারা খুলে নিবেন
এবং প্রযুক্তির এই সুবিধা গ্রহন করবেন।
এরপর থেকে আপনি যতগুলি ফেসবুকে
স্ট্যাটাস দিবেন তা স্বয়ংক্রিয়ভাবে
টুইটারে প্রকাশ পাবে। আশা করি যাদের
টুইটারে অ্যাকাউন্ট নেই তারা খুলে নিবেন
এবং প্রযুক্তির এই সুবিধা গ্রহন করবেন।