পরম করুনাময় আল্লাহ্ এর নামে শুরু করলাম
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালই আছেন, আমি ও আমরা আপনাদের দোয়ায় এবং আল্লাহ্র অশেষ রহমতে অনেক ভাল আছি।
***আমীরুল মুমিনীন হযরত উমার ইবনুল খাত্তাব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূল(সা.)-কে বলতে শুনেছি তিনি বলেছেন যে, সকল কাজের ফলাফল নিয়ত (অভিপ্রায়) অনুযায়ী হবে।প্রত্যেকেই যে নিয়াতে কাজ করবে সে তাই পাবে। সুতরাং যার হিজরত আল্লাহ ও তাঁর সাসূলের (সন্তুষ্টির) জন্য হয়েছে তার হিজরত আল্লাহ ও তাঁর রাসূলের (সন্তুষ্টির) জন্যই হয়েছে বলে পরিগণিত হবে। আর যে ব্যক্তি কোন পার্থিব স্বার্থ লাভের অভিপ্রায়ে কিংবা কোন নারীকে বিবাহের উদ্দেশ্যে হিজরত করে, তার হিজরত উক্ত উদ্দেশ্যেই হয়েছে বলে পরিগণিত হবে।(বুখারী ও মুসলিম)
***উম্মুল মুমিনীন হযরত আয়শা সিদ্দীকাহ (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল (সা.) বলেছেনঃ একটি সৈন্যদল কাবার উপর আক্রমণ করতে যাবে। যখন তারা সমতলভূমিতে পৌছেবে, তখন তাদের পূর্বের ও পরের লোকজনসহ ভূমিকে ধ্বসিয়ে দেয়া হবে। আয়শা(রা.) বলেন, আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল! কিভাবে তাদের পূর্বের সব লোকসহ তা ধ্বসিয়ে দেয়া, অথচ তাদের মধ্যে বহু নগরবাসী ও এমন লোক থাকবে যারা আক্রমণ কারীদের অন্তর্ভুক্ত না? রাসূল(সা.) বললেনঃ তাদের পরের লোকজনসহ ভূমিকে ধ্বসিয়ে দেয়া হবে,অতঃপর তাদের নিয়ত অনুয়ায়ী তাদের পুণরুত্থিত করা হবে।(বুখারী ও মুসলিম)
***উম্মুল মুমিনীন হযরত আয়াশা সিদ্দীকাহ(রা.) থেকে বর্ণিত। তিনি বললেন, রাসূল(সা.) বলেছেনঃ মক্কা বিজয়ের পর আর হিজরতের প্রয়োজন নেই। তবে জিহাদ ও নিয়তের প্রয়োজনীয়তা রয়েছে। সুতরাং যখনই তোমাদেরকে জিহাদের জন্য তলব করা হবে তখনই তোমরা বের হয়ে পড়বে।(বুখারী ও মুসলিম)
ভাল লাগলে কমেন্টে জানাতে ভুলবে না…