টুপী ছাড়াছালাত আদায়ে শরী‘আতেকোন বাধা আছে কি? এতেনেকীর কোন কমবেশী হবেকি?

উত্তর : 
এতে ছালাতের কোন ক্ষতি হবে
না এবং নেকীরও কোন কম-বেশী হবে
না। তবে টুপী মাথায় দিয়ে ছালাত
আদায় করা যীনাত বা সৌন্দর্যের
অন্তর্ভুক্ত। সেকারণ টুপী মাথায় দিয়ে
ছালাত আদায় করা উত্তম। আল্লাহ
তা‘আলা বলেন, ‘হে আদম সন্তান!
 তোমরা
প্রত্যেক ছালাতের সময় সুন্দর পোষাক
পরিধান কর’ (আ‘রাফ ৩১, ফাতাওয়া
লাজনা দায়েমা ফৎওয়া নং ৪১৪৩,
৬/১৭০-১৭১)। সেকারণ ছালাতের সময়
উত্তম পোষাক সহ টুপী, পাগড়ী প্রভৃতি
মস্তকাবরণ ব্যবহার করা রাসূলুল্লাহ
(ছাঃ) ও ছাহাবায়ে কেরামের
অভ্যাসগত সুন্নাত ছিল। রাসূলুল্লাহ
(ছাঃ) শুধু টুপী অথবা টুপীসহ পাগড়ী বা
টুপী ছাড়া পাগড়ী পরিধান করতেন (যা-
দুল মা‘আদ ১/১৩০ পৃঃ)। ছাহাবীগণ টুপী
ছাড়া খালি মাথায়ও চলতেন (মুসলিম
হা/২১৩৮; ছালাতুর রাসূল (ছাঃ) ৪৭ পৃঃ)।

Share this

Related Posts

Previous
Next Post »