প্রশ্নঃ
আল্লাহর আকার নিয়ে আমার মনে
বিভিন্ন চিন্তা চলে আসে।
পরক্ষণে এটিকে শিরকের
গুনাহ ভেবে অজ্ঞান হয়ে
পড়ি। কিন্তু এসব চিন্তা
কোনভাবেই দূর হয় না।
কিভাবে আমি এ অবস্থা
থেকে বাঁচতে পারি?
--_--__--__-----_-___-------___---___
উত্তর :এসব শয়তানী ওয়াসওয়াসা মাত্র।
আল্লাহর আকার রয়েছে যা তাঁর উপযুক্ত।
তা কারু সাথে তুলনীয় নয় (শূরা ৪২/১১)।
অতএব এই বিশুদ্ধ আক্বীদার বিরোধী
কোন চিন্তা আসলে সূরা ইখলাছ পাঠ
করে বাম দিকে তিনবার থুক মারবেন
এবং আঊযুবিল্লাহ পাঠ করবেন। এছাড়া
‘আমানতু বিল্লাহ’ (আমি আল্লাহর প্রতি
ঈমান এনেছি) বলতে পারেন’ (বুখারী
হা/৭২৯৬; মুসলিম হা/১৩৪; মিশকাত
হা/৭৫)।
আল্লাহর আকার নিয়ে আমার মনে
বিভিন্ন চিন্তা চলে আসে।
পরক্ষণে এটিকে শিরকের
গুনাহ ভেবে অজ্ঞান হয়ে
পড়ি। কিন্তু এসব চিন্তা
কোনভাবেই দূর হয় না।
কিভাবে আমি এ অবস্থা
থেকে বাঁচতে পারি?
--_--__--__-----_-___-------___---___
উত্তর :এসব শয়তানী ওয়াসওয়াসা মাত্র।
আল্লাহর আকার রয়েছে যা তাঁর উপযুক্ত।
তা কারু সাথে তুলনীয় নয় (শূরা ৪২/১১)।
অতএব এই বিশুদ্ধ আক্বীদার বিরোধী
কোন চিন্তা আসলে সূরা ইখলাছ পাঠ
করে বাম দিকে তিনবার থুক মারবেন
এবং আঊযুবিল্লাহ পাঠ করবেন। এছাড়া
‘আমানতু বিল্লাহ’ (আমি আল্লাহর প্রতি
ঈমান এনেছি) বলতে পারেন’ (বুখারী
হা/৭২৯৬; মুসলিম হা/১৩৪; মিশকাত
হা/৭৫)।